আমাদের কথা খুঁজে নিন

   

একজন জাকির নায়েক ও কিছু সহজ কথা।



ইসলাম কখনো কোন হারাম উপায়ে আসেনি । যুগে যুগে যারা ইসলাম প্রচার করেছেন উনারা আল্লাহ পাক ও হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ-নির্দেশ মানুষকে জানিয়েছেন । হক্ব বলা মানুষের দায়িত্ব ,পৌছানোর দায়িত্ব আল্লাহ পাক উনার । ছবি তোলা , টিভি দেখা হারাম । কোন উপায়েই এগুলো হালাল হবেনা ।

কারন “হালাল সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট ‘” । জাকির নায়েক সে হারাম উপায়ে মানুষ কে বিভ্রান্ত করছে । মানুষ ও হারাম হালালের তোয়াক্কা না করে গিলে খাচ্ছে । মানুষ ফিকির করেনা যে টয়লেটে যেমন কোরান শরিফ , হাদিস শরিফ পড়া হারাম তেমনি টিভি তে ইসলাম এর নামে প্রোগ্রাম করা হারাম । যত ভাল কথাই বলুক না কেন ।

এই জাকির নায়েক এর সামান্য আকল ও নাই ইহা ফিকির করার । আবার সে বিভিন্ন ধর্মের তুলনা ইসলাম এর সাথে করে । যে ধর্ম বাতিল আল্লাহ পাক উনার কাছে কোন মুল্য নাই , তার সাথে কেন তুলনা হবে? কেউ কোন প্রমান দেখাতে পারবে যে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহা করেছেন ? বরং আল্লাহ পাক সুরা কাফিরুন এর মাধমে পার্থক্য জানিয়ে দিয়েছেন । তাহলে এই জাকির নায়েক কেন করছে? এই নায়েক যে ড্রেস পরে তা কাফিরদের পোষাক , সুন্নতি পোষাক নয় । পাগড়ী ,লম্বা কোর্তা , সাদা রুমাল , ইযার সুন্নতি পোষাক ।

মানুষ একবার ও চিন্তা করেনা যে কোন পোষাক সুন্নতি । যা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরিধান করেছেন । সহি হাদিসসহ অন্নান্য হাদিস শরিফে বর্ননা রয়েছে । অথচ এই মুর্খটা বলে সুন্নতি পোষাক বলে নাকি কিছু নাই । মানুষের আকল সমঝ এত কম যে একবার ফিকির ও করিনা যে দেশ ভারত মুসলমানদের কোরবানি করতে দেয়না, আযান দিতে দেয়না , গনহারে শহিদ করে, মুসলমানদের কুকুর বলে সে দেশ কেন যাকির নায়েক কে তাদের দেশে থেকে তাদের ধর্মের বিরুদ্ধে বলে , হিন্দুগুলানরে মুসলমাণ হওয়ার সুযোগ দিবে ? যেখানে হিন্দু ধর্মের বিরুদ্ধে সামান্য কটু কথা কইলে পুরা ভারত গরম হইয়া যায় সেখানে তারে এত সুযোগ কেন ? আবার একটা চ্যানেল খুলতে গেলে কোটি কোটি টাকা লাগে ।

এত টাকা পেলো কই ? মুলত জাকির নায়েক ওহাবি , ইহুদি, কাফির গুষ্টী হতে টাকা খেয়ে নতুন একটি বাতিল ফিরকা তৈরি করে মানুষ কে বিভ্রান্ত করে জাহান্নামি করতে চায় । মুসলমান যদি এখনই এই জাকির নায়েক হতে সাবধান না হয় তাহলে ঈমান নিয়ে মৃত্যু কঠিন হয়ে পড়বে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.