আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার মার্বেল বাথরুম এর চেয়ে "শস্তা" যে দেশের মানুসের দৈন্যতা।

সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে

"গরিব হওয়া দোষের কিছু না, তবে মানষিক দৈন্যতা শুধু দোষের বিষয় না এটা গরিব হওয়া/থাকা কে নিশ্চিত করে । মানষিক দৈন্যতা কি ? নিজের গরীবি দুরে অনাঘ্রহ এবং অন্যের সচ্ছলতায় হিংসা। " বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা কমন দুরারোগ্য ব্যাধী। বাংলাদেশে বেশির ভাগ মানুষ গরিব , আবার ভারতের বেশীর ভাগ মানুষও শুধু গরিব না বাংলাদেশের গরিব গুলার চেয়েও বেশী গরিব। পার্থক্য হলো তাদের দৈন্যতা নাই বা কম ।

আমাদের অর্থনৈতিক দৈন্যতার চেয়ে মানষিক দৈন্যতাই বেশী। যে দেশের ৭০ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে সে দেশেই আম্বানী পৃথিবীর সবচেয়ে দামী এবং বিলাসবহুল বাড়ী বানিয়েছে ফলাফল হলো যখনই কেউ গুগলে সার্চ দিবে "most expensive house in the world" রেজাল্ট আসবে "মুম্বাই ইন্ডিয়া" Click This Link বাড়ির মুল্য ১ বিলিয়ন ডলার । টাকায় কত হয় এটা বের করতে সব সাংবাদিকেরই একটু বেগ পেতে হবে । আমাদের বাংলাদেশের প্রায় এক বছরের বাজেট । সে দেশেই অমিতাভ বচ্চন "ফ্যান্টম' চালায় আর শাহরুখ "বেন্টলি" ।

আর বাংলাদেশে একটা ফেরারী কেনার চেয়েও কঠিন ফেরারী কেনার পরে পরশ্রীকাতর মানুষের দৃস্টি থেকে তা রক্ষা করা। ভারত ২০ বছরের মধ্যে একটা দরিদ্র রাস্ট্র থেকে "ক্রম বর্ধমান শক্তিশালী অর্থনীতির দেশ" এবং ধনী ব্যাক্তি দের বাসস্হান এ পরিণত হয়েছে । এটা হয়েছে "ভারতের মানষিক ধারণ ক্ষমতার কারণেই" । আম্বানী বা অমিতাভ টাকা কামানো বন্ধ করবে না তাদের টাকা তারা কামাবেই , ভারতের ধারণ ক্ষমতা না থাকলে পার্থক্য হতো যে সেই বাড়ী মুম্বাই তে না হয়ে "মোনাকো" তে হতো। ক্ষতি ভারতেরও হতো।

বাংলাদেশের মানুষ যারা কামাচ্ছে তারা নিজেদের কামাই বন্ধ করে বসে নাই ঠিকই কামাচ্ছে "বাংলাদেশের ধারণ ক্ষমতা কম হলে তারা সে টাকা কানাডা বা দুবাই তে খরচ করবে , এতে বাংলাদেশেই বন্চিত হবে। " ১ লিটার ধারণক্ষমতার পাত্রে ১ গ্যালন রাখার চেস্টা কোন বোকাই করবে না। আর ধারণ ক্ষমতা ঠিক হলে একজন বাংলাদেশী প্রথম চেস্টাই করবে নিজের টাকা নিজের দেশে খরচ করতে। এই মানষিক দৈন্যতার ফল স্বরুপ যখন মিলিয়ন ডলার একজন বাংলাদেশী বিদেশে খরচ করে তখন এই ফকির গুলাই চিতকার করে যে দেশে টাকা নাই/কাজ নাই খাবার নাই!!! আরে ভিক্ষুক!! দেশে একজন ৫ হাজার কোটি টাকার প্রজেক্ট করলে ঐ লোকের জিবন অতিস্ট করবি যে সে টাকা কই পাইলো কেমনে পাইলো ? এরকম সমালোচনা করবি অথচ একবারো চিন্তা করবি না ৫ হাজার কোটি টাকা ইনভেস্ট হইলে ঠিক কত গুলা পরিবার এর খাবার নিশ্চিত হয় !!! এরকম ধারনক্ষমতা শুন্য মানুষ কুকুরের মত নর্দমার পাশে না খেয়ে মরলেও কারো সাধ্য নাই ঐ "দৈন্যতার শিকার" পাবলিকের সাহায্য করার । অনেকেই এখানে গাল ভরা বুলি দিচ্ছে যে এটা "বিলাস বহুল" বাথরুম আর বাড়ী ছিল ।

তাদের কাছে আমার প্রশ্ন এটা বিলাস বহুল ই না হলে হইলো এবং ধইরা নিলাম বাংলাদেশে এটা "একমাত্র এবং প্রথম" তা তে কি হইছে ? আই ফোন বা আই পেড ও তো বাংলাদেশে কেউ না কেউ "সর্ব প্রথম" কিনছে ঐ লোক রে পচাইলে ফলাফল হইতো বাংলাদেশ আই ফোন আই পেড শুন্য থাকতো। "বিলাস বহুল" ব্যাপার টা কিন্তু আপেক্ষিক । আজকে যে "মাম" পানির বোতল সকাল থেকে ৩ টা কিনে খাইছেন ১৯৮২ সালে তা বছরে একটা "পানির বোতল" কিনলেও বিলাসিতা ছিল । এখন পানির বোতল তো নয় ই বরং "ইভিয়ান" পানির বোতল ব্যাবহার ও কিন্তু একদম সাধারণ বিষয় । মাননী্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সাল থেকে নিয়মিত "ইভিয়ান" পানি খান।

তত্বাবধায়ক সরকারের সময় "শেখ হাসিনার" গ্রেফতারের যে ছবি পত্রিকায় প্রকাশিত হয় সে ছবি তে শেখ হাসিনার হাতে "ইভিয়ান" এর বোতল দেখবেন । যার ৫০০ এমএল বাংলাদেশে ১২০ টাকা। এটা কে বিলাসিতা কি বলা যাবে ? তা হলে এ পর্যন্ত ২০০৪ থেকে ২০১০ এর নভেম্বর পর্যন্ত শেখ হাসিনার পানির বোতলের মুল্য দিয়েই তো খালেদা জিয়ার বাথরুমের চেয়ে বিলাসবহুল বাথরুম বানানো সম্ভব!!! বাংলাদেশ এখনো ১৯৫০ সালে আটকে আছে পৃথিবী তে এখন ২০১১ সাল প্রায় এসে গেছে। ১৯৮০ সালে পারসনাল কম্পিউটার খোদ লন্ডনে "বিলাসিতা" ছিল । উন্নত বিশ্বে মার্বেল বাথরুম এখন "এসেন্শিয়াল"।

২০০৮ সাল থেকে প্রকাশিত কোন বাড়ি/বা ফ্লাটের বিক্রয় "ক্লাসিফায়েড" কি কেউ দেখাতে পারবেন যে খানে "মার্বেল বাথরুম" নাই এমন কোন বাড়ি বা এপার্টমেন্ট বিক্রির জন্য বিগ্যাপন দিয়েছে ? বাংলাদেশ গরিব হয়ে আছে নিজের দোষে এরকম মানষিক দৈন্যতার শিকার গরিব নাগরিক দের কারণে । এ নিচু মানষিকতার "ফকির" গুলোর জন্য কি সভ্যতা উন্নতি করা বন্ধ করবে ? এদের চেস্টা আর ইচ্ছা প্রকাশ করে যে এরা চাচ্ছে যে হেতু আমার গ্রামের বাড়ি তে আমি ঐ "সেনেটারি বাথরুম" ব্যাবহার করি তাই সারা বিশ্ব তাই অনুসরণ করুক । এরা যে রকম নিজের শত্রু এরা দেশেরও শত্রু। এরা নিজেরাও গরিব আর এরা চায় "আমি ধনী না তাই কাউকে ধনী দেখতে চাই না" ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.