আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি কবিতা : চল চল চল [উৎসর্গ - ছাগু গোষ্ঠী]


চল চল চল ঊর্দ্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ছাগুর দল শঙ্কর জাতের ব্ল্যাক বেঙ্গল চল রে চল রে চল চল চল চল।। ছাগুর খোয়াড়ে হানি আঘাত আমরা ঠেঙ্গাব ছাগুর জাত ছাগুর রেজালা,গরম ভাত রেসিপি কেমন বল।। ব্যা বলিয়া গাহিয়া গান ছাগুর হইবে মহাপ্রয়াণ দেশ পাইবে নূতন প্রাণ বাহুতে নবীন বল। চলরে ব্লগজোয়ান,ছাগুর বাঁট দুয়ান রাম ছাগ খোঁয়াড়ে খোঁয়াড়ে,কান নেড়ে আহ্বান ধররে ধর ছাগল চল রে চল রে চল চল চল চল।।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।