আমাদের কথা খুঁজে নিন

   

অমূল্য পরিণতি

আমি জয়গান। নতুন প্রাণের দারোয়ান।

আমরা আজ স্বাধীন দেশের স্বাধীনচেতা স্বাধীন কাজের দিসারী। স্বাধীন দেশেও আছে স্বাধীন প্রান্ত। এক-সুশীল সমাজ দুই-সাধারণ জনগণ।

সাধারণের সকল কাজ আর চিন্তা সাধারণ মানের-এটাই তো হতে হয়। আমাদের বিপুল সাধারণের ভোটেই চলছে সংসদ কাছারি-আইন -প্রশাসন। খুবই সৌভাগ্য বলে মানছি-এমন দেশে জন্ম যেখানে নামে জনগণের শক্তি আর কর্মে সরকারী আঙ্গুল। বর্তমান সরকারের কৃত কর্মের তীব্র নিন্দা করে বলতে চাই- বীরাঙ্গনা খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাসা থেকে বের দেয়া হয়েছে, তা একেবারেই অনুচিত। ভাবছেন সাবেক প্রধানমন্ত্রী না বলে কেন বীরাঙ্গনা বললাম।

তার যে আরো দুটি চরম সত্য পরিচিতি আছে। শহীদের স্ত্রী হিসেবে তার এটাই হয়তো প্রাপ্য ছিল। আসলে এই বাংলা কাছে থেকে এমন প্রাপ্য। হয়তো বাংলার মাটি কাদঁছে অতি গোপনে। কারণ এই মাটি নীরব সাক্ষী হয়ে আছে মীরজাফরের হটকারিতার আরো আগে থেকে।

আমাদের মুক্তিযোদ্ধাদের-ই কোন সম্মান বা প্রাপ্যতা দিতে পারেনি কোন সরকার। এই দেশের মুক্তিকামী হয়েও তার কোন মূল্যয়ন কেউ না করলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। থাকবেই বা কেন! জন্ম হয়েছে তো স্বাধীন দেশে। স্বাধীন সব কর্মকান্ডে। জাতির পিতা কি মুক্তিবাহিনীদের ব্যবহার করেছেন নিজ দলের স্বার্থে! আমরা তো চাইনি এমন জাতি.. এমন পরিণতি যে একজন শহীদ মেজরের বীরাঙ্গনা।

আমরা সাধারণ মানূষ। সুশীল সমাজের অত শত ন্যায়ী কথা বুঝি না। তবে খুব বুঝতে পারি, নির্যাতিত মুক্তিবাহিনী আর বীরাঙ্গনাদের চোঁখের পানি। এত কিছুর পরেও জয় বাংলা। বাংলা তুমি এখনো পরাধীণ থেকে গেলে ! জয় তোমার একদিন হবেই-হবে।

জয় বাংলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.