আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির এক অমূল্য উপহারঃ বাংলাদেশ

I realized it doesn't really matter whether I exist or not.

বাংলাদেশ এখনো সত্যিকারর্থে অনুন্নত একটি দেশ। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সবসময়ই স্বপ্ন দেখে এই দেশকে উন্নত করা নিয়ে। বাঙ্গালী ও বাংলাদেশি হিসেবে বাংলাদেশের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করা আমাদের উপর একটি অতীব জরুরি দায়িত্ব। এই দায়িত্ব কেউ কেউ পালন করে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে, কেউ কেউ বলে বাংলাদেশ কখনোই উপরে উঠতে (উন্নত হতে) পারবে না। বাংলাদেশের আছে কী? যারা শেষের প্রশ্নটি করেন, তাদেরকে বলছি।

বাংলাদেশের এমন কিছু আছে, যা সত্যি সত্যিই সমগ্র বিশ্বের আর কোথাও নেই। বাংলাদেশের রয়েছে একটি জাতি, যারা নিজ দেশের ভাষার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এমন একটি জাতি, যারা এই ভূখন্ডকে ভালোবাসে প্রাণের চেয়ে বেশি। যারা অত্যন্ত কর্মঠ। এছাড়াও বাংলাদেশের রয়েছে বিশ্বে গৌরবময় ইতিহাস, যা সর্বকাল বাঙ্গালী ও বাংলাদেশিদেরকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে।

বাংলাদেশের রয়েছে গ্যাস কয়লার মত অতি জরুরি প্রাকৃতিক সম্পদ। রয়েছে বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত। আছে বৃহত্তম ম্যানগ্রোভ বন। রয়েছে শান্তির জন্য নোবেল জয়ের কৃতিত্ব। আছে হাজার বছরের ইতিহাস।

এবং আছে প্রকৃতির অমূল্য উপহার, প্রাকৃতিক সৌন্দর্য্য। বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে। এই ক্ষুদ্র বার্তাটি সমগ্র বিশ্ববাসির কাছে পৌঁছে দেয়া, এবং বিশ্ববাসির কাছে আমাদের অর্জন, কৃতিত্ব, ও দেশের সৌন্দর্য্য তুলে ধরার গুরুদায়িত্ব, আমাদের উপরই অর্পিত। অন্যের দেশে গিয়ে নয়, বরং নিজের দেশে অন্যকে ভ্রমণ করানোর চিন্তা করুন। অধিকাংশ বৈদেশিক মানুষই বাংলাদেশকে মনে করে বন্যা, জলোচ্ছাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্ত একটি ধ্বংসস্তুপ।

এই ভুল ধারণা ভাঙ্গানোর দায়িত্ব আমাদেরই। আসুন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামনে এগিয়ে যাই। কাজ করি সবাই একসাথে। সৌজন্যেঃ জানালা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।