আমাদের কথা খুঁজে নিন

   

অমূল্য- আপন

..

প্যান্ডোরার বাক্স থেকে একে একে ছড়িয়ে পড়ে জরা , মৃত্যু , ভয় , মহামারী দুঃখ- দৈন্য- ক্লেশে পৃথিবীর বাতাস ভারী হয়ে ওঠে ; অবশেষে একটুখানি আশাইতো বাকী আছে। "তবে আর ভয় কেন সাকী মদিরালয়ের রুদ্ধ দুয়ার খোল পেয়ালা পূর্ণ করে দাও দ্রাক্ষারসে পাত্রখানি ভরে দিলে এই পিপাসার অমৃতলোকের সাতটি দরোজা খুলে দেবো" পানশালার দ্বারে করাঘাত , আজন্ম পানপিয়াসীর। ঝড়ের মুদ্রায় মত্ত নটরাজ, প্রলয়-নাচনে একে একে সাতটি দরোজা ভেঙ্গেঁ ভেঙ্গেঁ পড়ে মদিরা বিলিয়ে চলে সাকী , মুদ্রার বিস্ময়ে । বুকে দুরন্ত দুপুরের সমস্ত আনন্দ জড়ো করে জীবন হেঁটে চলে বিষন্ন বিকেলের পথে আষ্টে পৃষ্টে বেঁধে রাখে হারাই হারাই ভয় কোথাও অমূল্য-আপন কিছু যেন আজ বাকী এক খন্ড হরিৎ বর্ণ ঘেসো জমি একটি গন্ধ-মাতাল সন্ধ্যামালতির ঝাড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.