আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগে যেমন শিবির পুশ-ইন করেছে; তেমনি ছাত্রশিবিরে ছাত্রলীগের মহান কর্মীদের পুশ ইন জরুরী

জীবন হচ্ছে সরল সমীকরণ

বর্তমানে চারদিকে হতাশার অমানিশা; বর্তমান আওয়ামী সরকার যেমন করে বিএনপি নিয়ে চিন্তা ভাবনা করে; মনে আশা জাগে একদিন সরকার এমনি ভাবে দেশের মানুষের কথা চিন্তা করবে। বিএনপি-আওয়ামীলীগ পরস্পরকে সতীনের চোখে না দেখে; রাজনীতির দাবা খেলায় পরস্পরকে হারানোর চিন্তা না করে কিভাবে দেশের মানুষের মুখে দুবেলা আহার পৌছানো যায়; নিরন্নের মুখে হাসি ফুটানো যায়, সেই চিন্তা করা উচিত। আওয়ামী লীগের প্রধান অংগ সংগঠন ছাত্রলীগের মৌলিকত্ব বজায় রাখতে হবে। ছাত্রদল ও ছাত্রশিবিরের নগণ্য কর্মীরা যাতে ছাত্রলীগের মহান সূর্যসন্তানদের মনোবলে চির ধরাতে না পারে, সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। ছাত্রলীগের তারুণ্যদিপ্ত ছেলেরা যখন বিপরীত লিংগের কারো দিকে এমন ভাবে হস্ত প্রসারিত ও মুখ সঞ্চালিত করে ; যখন আমাদের অতি সহনশীল বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের সন্তানদের দিকে এমন বিমাতা সুলভ আচরন করে ,তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এরাই কি তারা, যাদের শিবির লীগের অন্দরমহলে অনুপ্রবেশ করিয়েছে? সীমান্ত এলাকায় যখন বিএসএফ নিরীহ বাংগালীদের টার্গেট প্রাকটিস করছে; তখন অন্যদিকে আমাদের শ্রদ্ধেয় সদা হাস্যোজ্জল মুহিত সাহেব বলছে; ট্রানজিটে ফি নেওয়া যাবে না, অন্য কিছু একটা নেব। তখন অত্র অঞ্চলের বড় ভাই ভারতের কাছ থেকে তিনি কি উপডৌকন নেবেন তা সকলের মনে প্রশ্ন জাগে? সাহারা খাতুন যখন বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে, তখন আমার কেন যেন মনে হয়, উনি সাহারা মরুভুমিতে মরীচিকা দেখছেন। বংগবন্ধুর সোনার বাংলা নয়; আমাদের দরকার আবহমান বাংলার দেশ-জাতিকে পথ প্রদর্শন করা সোনার মানুষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.