আমাদের কথা খুঁজে নিন

   

গণধোলাই পুলিশ ও গোয়েন্দাকেও রেহাই দেয় নাই

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট ভবনে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারসহ অবৈধ অস্ত্র উদ্ধার টিমের ৩ সদস্য গণধোলাই-এর শিকার হয়েছেন। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার সময় ভবনের লোকজন তাদের আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে র‌্যাব-৩ ও মতিঝিল থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। আজ বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) অবৈধ অস্ত্র উদ্ধার টিমের সহকারী কমিশনার ইমাম মোহাম্মদ সাদিকের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল আদমজী কোর্ট ভবনের তৃতীয় তলার স্কয়ার মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে যান। গোয়েন্দা দলের ৪ সদস্য গেটের সামনে অবস্থান নেয়।

প্রতিষ্ঠানের ভেতর সাদিকসহ ৩ জন প্রবেশ করেন। স্কয়ার মানি এক্সচেঞ্জের ভেতর গিয়ে অস্ত্র উঁচিয়ে তারা নিজেদের পরিচয় দিয়ে টেবিল ও ক্যাশে রাখা টাকার একাধিক বান্ডিল তাদের পকেট ও ব্যাগে ঢুকাতে থাকে। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা টাকা নেয়ার প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। ওই প্রতিষ্ঠানের লোকজন ভূয়া ডিবি পুলিশ সন্দেহে চিৎকার দেয়। চিৎকার শুনে ভবনের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

উপস্থিত জনতা গোয়েন্দা পুলিশের এসি সাদিকসহ অপর ২ সদস্যকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে র‌্যাব-৩ এর একটি টহল দল ও মতিঝিল থানা পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। জনতার মাইর শুরু হলে কোন ব্যাটা বদজ্জাতই রক্ষা পাইবা না। এই ধোলাই হলো সর্তক সংকেত।

সূত্র- শীর্ষ নিউজ ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.