আমাদের কথা খুঁজে নিন

   

আড়াই অক্ষরে লেখা এ পত্র

কিছু পেতে চাইলে কিছু ত্যাগ করতে হয়...জানিনা কতটা সত্যি...
অদক্ষ কারিগর গড়েনি আমায় সুর হয়ে আছি বাংলার একতারায় 'অদিতি' আমি অজানা একজনার প্রতীক্ষায় অদ্রিসম দাড়িয়ে একঠায় নিজেকে ঢেকেছি অদৃশ্য পর্দায় সর্বস্ব পুটলি ভরে রেখেছি কোলসরায়। । তুমি আসবে যখন আমি থাকবো তখন, কুন্তল বিন্যাশের অদৃশ্য ছোঁয়ায় ললাটে টিপ সিঁদুরের লালিমায় ভ্রুলতার উপাঙ্গের ভাবনায় আয়ত নয়নার রঞ্জনায় অধরোষ্ঠের বচনে কিন্নর কিংকিনায় টোল ফেলা কপোলের রক্তিমাভায় অমৃত সূধা পানে অধর মদিরায় কুচ কুঞ্জলির স্তননের স্বেচ্ছাচারিতায় ক্ষীন চন্দ্রকটির ভাজের কোমলতায় গৌরাঙ্গী পদ যুগলের আলতায়। । তোমা তরে খন্ডিতা হইবো দুঃখ নেই উঠবে রেঙ্গে বিছানা না হয় কানন কেয়ারীতে, অনবগুন্ঠিতা হইবো দ্বিধা নেই অন্তরাপ্যতার সুখে গগণ বিহারিনী হইতে।

। না চাইলে গলাশি হইবো না না হয় নবীভাস পুনরায় অবলম্বন করবো গঞ্জনার যাতনায় দগ্ধ হইবো না না হয় নয়নাসারে দেহলতা সিক্ত করবো। । অনুনয় করবো করোনা কোন অ-নর্থ প্রয়োজনে ভূলে যেও, আড়াই অক্ষরে লেখা এ পত্র। ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.