আমাদের কথা খুঁজে নিন

   

কিছু একটা করতে চাই, কিন্তু কিভাবে শুরু করব?? (রিপোষ্ট)

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক নিভৃত গ্রামের এক সাধারন পরিবারে জন্ম নিয়েছিলাম। বাবা-মা’র সর্বস্ব উজাড় করা প্রচেষ্টা, সৃষ্টিকর্তার স্পেশাল করুণা আর নিজের কঠিন অধ্যবসয় এর ফলে এ পর্যন্ত আসতে পেরেছি। কষ্টের মধ্য দিয়ে অনেকটা পথ পাড়ি দিয়েছি, খুব কাছ থেকে মানুষের কষ্ট দেখেছি। বিলাসী-কষ্ট নয়; ক্ষুধার কষ্ট, জামা কাপড়ের কষ্ট, পরিবার-পরিজন নিয়ে বাস করার মত একটা ঘরের কষ্ট, বেতন দিতে না পেরে স্কুল বন্ধ হওয়ার কষ্ট, অবহেলিত হওয়ার কষ্ট... এই কষ্টগুলোর সীমানা হয়ত অনেক আগেই পার হয়ে এসেছি, কিন্তু শুধু আমি একা; আমার পরিবারকেও হয়ত কিছুটা টেনে আনতে পেরেছি। কিন্তু আমার সাথের অনেক মানূষ এখনো নিরন্তর সেই কষ্টগুলোর সাথে বসবাস করে যাচ্ছে।

সবাইকে টেনে আনার সামর্থ আমার নেই; কিন্তু কিছুতো একটা করতে পারি! আমার যতটুকু সফলতা, তা শুধু আমার বা আমার সংসারের চাহিদা পূরণে ব্যস্ত। অথচ এই মানুষ গুলো আমাকে আপনজন ভাবে। তেমন কিছুই হতে পারিনি, অথচ তারা গর্ব করে আমাকে তাদের কাছের মানুষ ভেবে। আমার সফলতায় তাদের মুখে হাসি ফোটে। আমি শুধু ভাবতে থাকি আর একটু অবস্থান শক্ত হোক তারপর অন্যের জন্য কিছু করার চেষ্টা করব।

সারাক্ষন শুধু ছুটে চলি আরো একটু ভাল থাকার জন্য। সফলতা অনেক এসেছে কিন্তু তার সাথে সংসারের চাহিদা/স্টাটাস ও বেড়েছে পাল্লা দিয়ে। জীবনের অর্ধেকের বেশী শেষ হতে চলেছে অথচ নিজের বাদে অন্যের জন্য কিছুই করা হলো না। একবার একটা সু্যোগ পেয়েছিলাম, বছর দুই একটা প্রতিষ্ঠানের হয়ে কাজও করেছিলাম, কিন্তু সেটাও ছাড়তে হলো অন্য জায়গায় ৩গুন বেতনের অফার পেয়ে। নিজেকে খুব স্বার্থপর মনে হয়!! যাহোক আসল কথায় আসি; গত ৪ বছর যাবত প্রতি মাসের বেতন থেকে কিছু কিছু করে টাকা আলাদা করে রাখতাম অন্যের জন্য কিছু একটা করার ইচ্ছা নিয়ে।

অল্প কিছু টাকা জমেছে, অর্ধ লক্ষেরও কম। এত কম টাকায় কিছু করা কঠিন, কিন্তু আমি এখনই শুরু করতে চাচ্ছি। সামনের মাসে অল্প ক’দিনের জন্য দেশে যাচ্ছি, আর করে যেতে পারব তার ঠিক নেই। কিছু একটা শুরু করে আসতে পারলে পরে বাইরে থেকেও সেটা এগিয়ে নেওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, কি করব? কিভাবে করব?? আমার উদ্দেশ্য হচ্ছে কাওকে কোন একটা উপায়ে (আর্থিক+আইডিয়া) সাহায্য করা, যাতে সে সেটা ব্যবহার করে তার বর্তমান অবস্থানকে একটু উন্নত করতে পারে।

চ্যারিটি করার মত সামর্থ আমার নেই। আমি আমার প্রদত্ত অর্থ ফেরত চাই, সম্ভব হলে কিছু বেশী, যা আরো মানুষ কে হেল্প করতে ব্যবহৃত হবে। কিন্তু তা কোন ভাবেই সুদ (ইসলাম ধর্ম মতে)হিসাবে গন্য হবে না। টাকাগুলো কার্যকরী উপায়ে ব্যবহার করার কোন আইডিয়া মাথায় আসছে না। সব চেয়ে বড় চিন্তা আসল খোয়া যাওয়া; পিপড়ার মত একটু একটু করে জমানো টাকাটা আমি হারাতে চাই না।

এখন মনে হচ্ছে টাকা জমানোর চেয়ে সেটা সঠিক ভাবে ব্যবহার করাটা আরো কঠিন। তাই আপনারদের কাছে সাহায্য চাওয়া। সামু' অনেক গুলো ভাল মানূষের সমন্নয়, অনেকে অনেক ব্যপারে অভিজ্ঞ। আপনাদের ভাল কোন আইডিয়া থাকলে, বিশেষ করে যারা এরকম কোন কাজের সাথে জড়িত আছেন বা ছিলেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করলে কৃতজ্ঞ হতাম। খুব ভাল উদ্যোগ / প্রশংশনীয় উদ্যোগ টাইপের মন্তব্য চাচ্ছিনা, কার্যকরী কোন আইডিয়া খোঁজার চেষ্টা করছি।

আর কারো কাছে এটা আতলামী বলে মনে হলে এটা মাইনাস দিয়ে বিরক্তি প্রকাশ করবেন, নেগেটিভ কমেন্ট করে নিরুতসাহিত করবেন না প্লীজ। স্বপ্নটা একান্ত আমার; শুরুতেই হারতে চাই না। ভাল থাকবেন সবাই! গতকাল পোষ্টটি দিয়েছিলাম, কিছু ভাল আইডিয়া পেয়েছি। Click This Link আরো ভাল কোন আইডিয়া যদি কারো থাকে শেয়ার করলে কৃতজ্ঞ হব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.