আমাদের কথা খুঁজে নিন

   

মানববন্ধন

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

মানববন্ধন তুমি চাইলে আমি পিছু হটতে পারি- তবে দেয়ালে পিঠ ঠেকলে আবার আমাকে সামনে এগোতে হবে। তুমি কি তখন পিছু হটবে? কতটা পিছু হটলে তুমি নিজেকে মুক্ত করতে পারবে একবার ভেবেছো কি? তোমার পেছনেও আছে বাঁধার প্রাচীর, আমি ইচ্ছে করলে অনায়াসে তা টপকাতে পারি। অথচ আমার পেছনে যে নিষেধের দেয়াল তা তুমি অনেক চেষ্টা করেও ডিঙ্গাতে পারবেনা। এখানেই তোমার সীমাবব্ধতা। তুমি আমি দৃষ্টির নাগালে থেকেও, মিথ্যে অহঙ্কার আর জৈবিক বৈষম্যকে সামনে রেখে দুজনের মধ্যে একটা অদৃশ্য সীমারেখা টেনে চলেছি।

এসো, দুজনে সাহস করে একবার সামনে দিকে এগোতে থাকি- ভুলে যাই আমাদের পেছনে কি আছে। তুমি আমি একবার শক্ত হয়ে দাঁড়ালে, আমাদের পেছনের দেয়ালগুলো প্রবল আক্রোশ আর ক্ষোভে এমনিতেই ধ্বসে যাবে। মানবিকতাকে অবরুদ্ধ করে কোন সভ্যতাই দীর্ঘকাল টিকে থাকেনি। তোমার আমার মানববন্ধন কাঁটাতারের ব্যারিকেডের চাইতেও অনেক বেশী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। একদিন এমনই এক মানববন্ধন বার্লিনের প্রাচীরকে মাটিতে গুঁড়িয়ে দিয়েছিল।

একদিন এভারেস্টের বিশাল উচ্চতাও মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের কাছে হার মেনেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।