আমাদের কথা খুঁজে নিন

   

প্রহর গুনি

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

বুকের ভেতর ভাঙ্গচুর আর রোজ কষ্টের জালটা বুনি যখন আমি উল্টো পথে ঘৃনায় তোকে প্রহর গুনি । তখন এ মন আজ অবেলায় বাসতে ভাল তোকেই যে চায় অচীন কোন পথের বাঁকে নামহারা ফুল গন্ধ বিলায় । তুই ছিলি মোর আবোলতাবোল পাগল দেশের রাজারকুমার গালফুলান.ছলোছলো অশ্রুচোখের বদ্ধদূয়ার । সেই সে দূয়ার আমিই খুলে ঘরের ভেতর দেখেছিলাম দেয়ালেতে সাজিয়ে রাখা তোর ও প্রেম ও মেখেছিলাম । তারপরেতে যতন করে নিজের হাতেই বন্ধ করে বললি আমায় নিজেই যে তুই চলে যাবি অনেক দূরে । আমিও তোকে একলা ফেলে আজ অবেলায় পথেই একা মনে মনে তবুও খুঁজি একটু কি তোর পাবো দেখা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।