আমাদের কথা খুঁজে নিন

   

প্রহর.........

Dream Today,Create Tomorrow........

গভীর রজনী, অঘোর ঘুমে নিঃস্তব্দ নগরী ঘড়ির কাটার টিক টিক শব্দ আমি ছুটছি পাগলের মতো একটু আশায়.............. সব কিছু শেষ হবার আগেই, শেষ চেষ্টায়। এই তো ক’দিন আগেও ছিল অসীম মনোবলের একজন আজ যে বড়ই অসহায় আবার বাঁচতে চায় শত দুঃচিন্তা, সংশয় তবুও আবার ফিরতে চায়। প্রানবন্ত নির্মল স্বাভাবিক অক্সিজেন ভোগ করার চেষ্টায় সেই হাস্যজ্জল বদন খানি সত্যিই আজ বড় অসহায়। অঁধার চিরে চলছে তরী জোড়া কয়েক ছল ছল নোনা জলের আঁখি গভীর আকুতি শুধু ফিরে এসো আবার আমরা যে তোমায় বড় বেশী ভালোবাসি। এক এক করে গুনি প্রহর শত উচ্ছাসের মাঝেও আজ নিথর, নীরব আমার শহর। একটি বাক্য, আকাশসম স্বস্তি খুব বেশী কিছু নয় কয়েকটি বাক্য প্রলাপ মাত্র “ওরে, আমি এখন ভালো আছি”। এই বুঝি মানব জীবন নিকোশ তিমির অঁধারে খুঁজে আলোর প্রহর...............। যদি ইচ্ছে হয়...প্রহর ...২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।