আমাদের কথা খুঁজে নিন

   

টেলিভিশন!

মুক্তি দিয়ে কী হবে, মুক্তি চাই না

প্রথম যেদিন টিভি দেখি- এক আজব ঘটনা। গ্রামের একবাড়িতে একমাত্রটিভি। সামনের ফ্লোর, বারান্দা, জানালা সব দখল! নেশা কাকে বলে? প্রথম একটা নাচের অনুষ্ঠান দেখেছিলাম। কয়েকটা পরী, ডানাআলা পরী, নাচতেছে। সেই ভালো লাগা আজো লেগে আছে।

ধীরে ধীরে ঘরে ঘরে এসেছে টিভি সেট। আমার ঘরেউ। কিন্তু সেই নাচ টা আর দেখতে পারি নাই। একসময়তো আমার মনে হতো যে টিভিতে ঐ নাচ হয় না সে টিভি ভালো টিভি না। হঠাত মনে পড়লো তাই শেয়ার করলাম।

আপনাদের কাছেউ শুনতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।