আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট তোমার,কষ্ট আমার

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

কষ্টগুলো একই রকম বুকপাঁজরেই সাজে কষ্ট তোমার,কষ্ট আমার কষ্ট সকাল সাঁঝে । হারিয়ে তোকে কষ্টে কাঁদি কষ্ট আছে তোরও হিসেব কষি সারাবেলাই কষ্টটা কার বড় । কষতে কষতে কাগজ ফুরায় কলম ভেঙ্গে খান তবুও আমি আঁক কষে যাই পুষছি মনে মান । সেই যে সে দিন,তুই আর আমি আর ছিলনা কেউ নৌকা ছিল ,মাঝি ছিল ছিল গাঙ্গের ঢেউ। উঠতে গিয়েই তাল হারালাম অমনি সে কি হাসি কপট রাগে গাল ফুলিয়ে গলুই পরে বসি। রাগ দেখে তোর আবার হাসি ছিটিয়ে দিলি জল জলের বুকেই রাগগুলো সব চললো যে ছলছল । সেই সে রাগ গেছে ধূয়ে সাথে সে তোর হাসি আছিস শুধু মনটা জুড়ে তোকেই ভালবাসি । হাসিস আজও অন্য চোখে চোখ রেখে তুই আজ? তাকে দেখে অমনি করেই ভুলিস সকল কাজ ? তাকে নিয়ে নৌকা চড়িস, শোনাস কি সেই গান, সূর ছাড়া যে গান গেয়ে তুই ভাঙ্গতিস আমার মান । তাকে নিয়েই গল্প লিখিস, স্বপ্ন চোখে আছে? পূর্নিমার ওই চাঁদটা দেখে মুঠোফোনেই কাছে? যতই থাকুক সে তোর কাছে যাইবা ভাবিস মনে কষ্টগুলো আমার কাছেই থাকবে সযতনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.