আমাদের কথা খুঁজে নিন

   

একটা প্রশ্ন, হতে পারে অবান্তর, হতে পারে গাত্রদাহের কারণ

আমি বড় উগ্র, বড় আগ্রাসী হয়েছি হায়েনার উৎসাহে

অনেকদিন কোনো পোস্ট দেই নি। কিছুটা ইচ্ছে করে, কিছুটা সময়ের অভাবে। এই ক'দিন কেবল প্লাস/মাইনাস আর কদাচিৎ দুএকটা মন্তব্য করেই ক্ষান্ত হয়েছি। কিন্তু আজ একটা প্রশ্ন জাগলো মনে, অনেকের হয়ত এতে বেশ লাগবে কিন্তু চেতে যাবার আগে নিজের ক্ষিপ্ত হবার অধিকার এবং যৌক্তিকতা কতটুকু তা যাচাই করার পরামর্শ দিয়ে রাখলাম। এবার নিচের প্রশ্ন কয়টা দেখুন এবং সভ্য ভাষায় উত্তর দিন।

যাদের গাত্রদাহ ঘটবে তারা এই পোস্ট না পড়লেই আমি বেশি খুশি হব। ১। আচ্ছা বলুন তো এই দেশে রবিন্দ্র সরোবর আছে কিন্তু নজরুল সরোবর কেনো নাই? ২। রবিন্দ্রনাথ কে নিয়ে প্রোগ্রাম করতে কোনো ছুতো লাগে না, কিছু লোক সকাল বিকাল রবিন্দ্রনাথ চর্চা করেন, কিন্তু নজরুল কেনো অচ্ছুৎ? ৩। সরকারি ভাবে নজরুল কে নিয়ে কোন প্রচার প্রচারণা নাই জাতীয় কবি হয়া সত্বেও, যৌক্তিকতাটা কি? আপাতত এই প্রশ্ন গুলোর উত্তর পেলেই হবে, তার ভিত্তিতে আরো কিছু জানা জ্ঞান যোগ করে পরে একটা পোস্ট দিবো।

ধন্যবাদ সবাইকে। বি.দ্রঃ দয়া করে নজরুল কে নিয়ে কোনো খোঁচা সহ্য করা হবে না। যৌক্তিক, মার্জিত, উচিত মন্তব্যই গ্রহণযোগ্য হবে, যেহেতু তিনি আমাদের জাতীয় কবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.