আমাদের কথা খুঁজে নিন

   

গণভবনে চলমান আওয়ামীলীগের কর্মশালার সূচিপত্র

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!

তথ্য, গবেষণা, প্রচার ও প্রকাশনা বিষয়ক কর্মশালা বাংলাদেশ আওয়ামীলীগ গণভবন, ঢাকা ৫-৬ নভেম্বর ২০১০ ৫/১১/২০১০ ১০-০০: উদ্বোধনী আলাপ: খালেদা জিয়ার বাড়ি, ইহার উৎপত্তি, ক্রমবিকাশ, বর্তমান অবস্থা ও দখলদারকে খেদানোর উত্তম কলাকৌশল -মাননীয়া সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১-৩০: মাঠপর্যায়ের রাজনীতি: কিভাবে গাছেরটাও খাবেন, তলারটাও কুড়াবেন। যুগ যুগ ধরে মাঠপর্যায়ে কাজ করা রাজনৈতিককে ল্যাং মেরে রাতারাতি সেকেন্ড ইন কমান্ড অব এ পলিটিক্যাল গভর্নমেন্ট বনে যাওয়ার তরিকা - হো তৌ ইমাম। ১-১৫: ধর্মনিরপেক্ষ পদ্ধতিতে জোহরের নামাজ। ইমাম- সভাপতি, ওলামালীগ।

(বি: দ্র: পাশ্ববর্তী কামরায় হিন্দুদের জন্য উলুধ্বনির ব্যবস্থা আছে। - পুরোহিত- সুরন্জিত বাবু, অন্যরা ফাঁকে বিড়ি টানতে পারেন) ১-৪৫: দুপুরের খাবার (গরীব মেহনতি মানুষের কথা ভেবে সোনারগাঁ থেকে হালকা প্যাকেট আনা হয়েছে) ৩-০০: জামায়াতী ভূত তত্ত: ইহার স্বরূপ? আছর করার ইতিহাস? বোতলে জামায়াতী ভুত বন্দির কলাকৌশল? যুদ্ধাপরাধী গুনিনের কামরূপ কামাখ্যা তাবিজ ও মাদুলী। - এডভোকেট কামরুল ইসলাম,আইনপ্রতিমন্ত্রী ৪-৩০: ঐতিহ্যবাহী খো খো খেলা (আলসেমী তাড়ানোর মহৌষধ) সা.কা.চৌ (অতিথি খেলোয়াড়) বনাম কামরুল ইসলাম শাহ আলম- বসুন্ধরা (অথিতি খেলোয়াড়) বনাম আব্দুল মান্নান খান, পূর্তপ্রতিমন্ত্রী ৫-৩০: খো খো খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার দিবেন ও দিনের সমাপ্তি টানবেন মন্ত্রিসভায় থেকেও অচেনা, অজানা কতিপয় মন্ত্রীমহোদয়! জনাব এনামূল হক মোস্তফা শহীদ - (মন্ত্রী, সমাজকল্যান), এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বেগম মন্নুজান সুফিয়ান, জনাব আহাদ আলী সরকার, এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জনাব মোঃ মোতাহার হোসেন, জনাব মোহাম্মদ এনামুল হক, জনাব মজিবুর রহমান ফকির, জনাব প্রমোদ মানকিন, বেগম শিরীন শারমিন, চৌধুরী জনাব মোঃ মাহবুবুর রহমান (বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রী) ৬/১১/২০১০ ১০-০০: ডিজিটাল বাংলাদেশ: গ্যাস ছাড়া বিদ্যুৎ ও বিদ্যুৎ ছাড়া কম্পিউটার ও কম্পিউটার ছাড়া ইন্টারনেট চালানোর প্রযুক্তির কলাকৌশল! পাদটীকা: কিভাবে গায়ের জোরে ও তৈলমর্দন পূর্বক স্বঘোষিত আইটি গুরু হবেন সে কথা। -জব্বার কাগু (ট্রেড মার্ক, সর্বস্বত্ত সংরক্ষিত!) ১১-০০: মালামাল সেশন: মাল কাকে বলে? কিভাবে পৃথিবীর 'মহত্তম' কুলি হবেন? অন্যের মাল মাগনা টেনে নেয়ার হাকীকত? প্রতিবেশীর মাল টানাই মানবজীবনের সর্বাধিক গুরুত্বপূর্ন লক্ষ্য- এ ব্যাপারে টীকা টীপ্পনী। -আ মাল আ মুহিত ১-০০ থেকে ৩-০০: কালকের মত ৩-০০: আওয়ামীলীগ কর্মীদের দায়িত্ব ও কর্তব্য: ক)জেলা, থানা, গ্রাম, কলেজ, হাট-বাজার, বিশ্ববিদ্যালয়ে ১০০% দখলে নেয়া খ)ভিন মতের (দরকার পরলে নিজ মতের) বেয়াড়া লোকজনকে ঠ্যাংগানো গ)চর, মাঠ, ঘাট, হাট, বালুমহালের নিস্কন্টক অধিকার ও যা কামানোর তা ২০১৪ এর মধ্যে কনফার্ম করা ; এসব বিষয়ে পত্রিকায় রিপোর্ট হলে অপপ্রচার বলে সাংবাদিককে হাত পা ভাংগার কলাকৌশল সমুহ।

- কৃষ্ণ কুমারী খাতুন (আইন শৃংখলায় নোবেল প্রাপ্ত) ৫-০০: মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র ও কুমিরের একমাত্র ছেলে নিয়ে একটি নাটিকা। -আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক। শেষ। প্রথম বাংলাদেশ ....আমার শেষ বাংলাদেশ...(থুক্কু)!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.