আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায় অন্যায় এর যুদ্ধ

ক্লান্ত ..............।

কালো শক্তির ছত্রছায়ায় লুটে পুটে খাব সব আহার মিত্থের জয় হোক, দরকার নাই কোনো বিচার সব কিছু তোর একার নয়, সবার সমান অধিকার তবু আজো আমি ভয় পাই, জানি নেই কিছু হারাবার। এই, কোনো কথা নয় এই, চুপচাপ শুনতে হয় এই, ভয় পেতে শেখ এ সমাজ এক শিক্ষালয় না, আমি শুনব না না, চুপচাপ থাকব না না, ভয় কাকে বলে সমাজ শিক্ষাও ভুল হয় যাদের সৃস্টি তাদের যখন শুধু কস্ট দেয় বলো তুমি, এ কোন সমাজ ক্ষমতার ইশারায় ভাঙ্গে গরে যার দেহ বলো তুমি, এ কোন সমাজ ক্ষুদার ক্রন্দন, চলে পাশার আশর যেথা মানুশ রক্ত দেখে চোখ বুজে বলে এটি লাল রঙ.................. মানুষের হানাহানি অকারন, যা ম্তত্যু নামের ব্যকরন বিচারের নামে যা অবিচার, মৃত্ত্যু নয়যে প্রাপ্য তার রাজার স্বার্থে ব্যস্ত রাজা, সাজা ভোগ করে যারা প্রজা অর্থহীন কালো পথের পথিক, মৃত্ত্যুই তার সেস আশা বিধাতা তুমি দেখেও দেখনা, অকারনে কি খুজ তুমি সব দেখে শুনে তবুও শুননা, এটাই তোর লীলা জানি তবু এ জগতয়ে বিচারের আশা কি অর্থহীন, রাজনীতি যদি রাজার স্বারথে তবে মানব জনম মূল্যহীন.............................................।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.