আমাদের কথা খুঁজে নিন

   

নব্য ন্যায়

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

নব্য ন্যায় নিয়ে কেন এত ঝামেলা? তর্কবিজ্ঞানে কাঁচা আমি তর্কে পারিনা, তর্কবিদ্যায় বিদ্যান হতে চেয়েও আমি তর্কে জয়লাভ করতে পারিনি হায়, নব্য ন্যায় নিয়ে কেন এত ঝামেলা? যুক্তি যদিও বুঝি আমি যুক্তিবিদ্যা বুঝিনা, যুক্তি দিয়ে সবাই বুঝাতে চায়, কিন্তু যুক্তিবিদ্যায় বিদ্যান হতে চাইলে ভালোমানুষ আধাপাগল হয়ে যায়, নব্য ন্যায় নিয়ে কেন এত ঝামেলা? হেতুশাস্ত্র শিখতে চেয়ে আমি অহেতুক সময় নষ্ট করলাম, কিছুই শিখতে পারলামনা, মগজ ফেনা আমার মাথা হয়েছে আউলা হায় নব্য ন্যায় নিয়ে কেন এত ঝামেলা? ন্যায়শাস্ত্র অধ্যায়ন করে আমি ন্যায়দর্শন করতে চাই, ন্যায়শাস্ত্র কোথায় পাই, আমি জানিনা আমি জানিনা হায়, নব্য ন্যায় নিয়ে কেন এত ঝামেলা? এটা আমার নতুন গান। এখনো কম্পুজিং করিনি করা হলেই আপনাদেরকে শুনাব ছবি গুগুল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।