আমাদের কথা খুঁজে নিন

   

একজন বিচারপতি ক্লিন হবেন সেটাই কাম্য

বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।

রুহুল কুদ্দুস বাবু বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। বড়াইগ্রামের তিনি কৃতিসন্তান এবং আমরা বড়াইগ্রামের বাসিন্দা হিসেবে আমাদের গর্ব করা উচিত। কিন্তু তার বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে গতকাল বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবি সমিতির সদস্যরা এবং তার বিরুদ্ধে হত্যা মামলা আছে মর্মে পত্রিকায় খবর বেড়িয়েছে তাতে করে আমাদের আর গর্ব করার মতো কিছু নেই।

আমরা শংকিত। স্তব্ধ ও বাকরুদ্ধ। দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করার জন্য একটি মাত্র ঘটনাই যথেষ্ট। আমি ব্যক্তিগতভাবে অন্য চিন্তা করছি। তিনি ছাত্র থাকাকালীন এলাকায় অনেক মিছিল মিটিং করেছেন।

নেতৃত্ব দিয়েছেন, ছাত্রমৈত্রী অথবা জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। কিভাবে কেমন করে তিনি আওয়ামী বিশ্বাসী হলেন সেটাই দেখার বিষয়। মজার ব্যাপার হলো তার বাড়ির লোকজন থেকে শুরু করে আত্নীয় স্বজন সবাই বিএনপি করেন। তিনি কেমন করে আওয়ামী বিশ্বাসী হলেন তা খুব জানতে ইচ্ছে করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.