আমাদের কথা খুঁজে নিন

   

স্পট ফিক্সিংয়ের পর এবার ব্র্যাকেট ফিক্সিং!

ক্রিকেটের নতুন সমস্যা নাকি ব্র্যাকেট ফিক্সিং! অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর বক্তব্য সঠিক হিসেবে ধরে নিলে স্পট ফিক্সিংয়ের পর নাকি বিস্তার লাভ করেছে এই ব্র্যাকেট ফিক্সিং। আর এটি চলে আসছে বেশ কয়েক বছর ধরেই।

‘ব্র্যাকেট ফিক্সিং’ শব্দবন্ধটা অনেকের কানে নতুন ঠেকতে পারে। এটা অনেকটা স্পট ফিক্সিংয়ের মতোই। তবে স্পট ফিক্সিংয়ে একটি নির্দিষ্ট মুহূর্তের বাজি ধরার বদলে এখানে ইনিংসের একটি নির্দিষ্ট সময়ের ঘটনাবলির ওপর বাজি ধরা হয়।

ধরা যাক, ম্যাচের পঞ্চম থেকে দশম ওভারের মধ্যে কী ঘটবে, ব্র্যাকেট ফিক্সিংয়ের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে জুয়াড়িরা।

অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয়াহ তাঁর সদ্যপ্রকাশিত বইয়ে উল্লেখ করেছেন এই ব্র্যাকেট ফিক্সিংয়ের কথা। তাঁর মতে, ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে এই ফিক্সিং। এই মুহূর্তে ক্রিকেটে ঘটা ঘটনাগুলো দর্শক সন্দেহের চোখে দেখা শুরু করেছে, যা ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতিকর। ব্র্যাকেট ফিক্সিংয়ের কথা ২০১০ সালে এমসিসির ক্রিকেট কমিটির একটি সভায় তুলেছিলেন বলেও ওয়াহ তাঁর বইয়ে উল্লেখ করেছেন।

ব্র্যাকেট ফিক্সিংয়ের সঙ্গে যে ক্রিকেট দলের অধিনায়কেরাও জড়িত থাকেন, সেটাও ওয়াহ এমসিরি সভায় স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন। ওয়াহর মতে, অধিনায়ক জড়িত না থাকলে কারও পক্ষে ব্র্যাকেট ফিক্সিং সম্ভব নয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।