আমাদের কথা খুঁজে নিন

   

পার্কিং স্পট

স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

গতবছরের কথা। বিকালে হঠাৎ তিন রুমমেটের মনে হলো বাইরে থেকে হাওয়া খেয়ে আসা উচিত। দুমদাম রেডি হয়ে এসে গ্যারেজ খুলতে যাব, এসময় বিপত্তি।

দেখি কোন বেকুব কালো রঙের একটা নিশান পালসার আমাদের গ্যারেজের সামনে পার্ক করে রেখেছে। আমার এক রুমমেটের মাথা একটু গরম। সে বলল, "দোস্ত টো ট্রাক কল করি। এই হারামজাদার একটা শিক্ষা হওয়া উচিত"। আমরা বাকি দুইজন ব্যাপারটা সমর্থন করলাম না।

আমার আরেক রুমমেটের স্মৃতিশক্তি প্রখর। সে বলল "আমি চিনি এটা কার গাড়ি। দাঁড়াও ব্যাটাকে ডেকে আনি"। গেলাম তিন মাস্তান সেয়ানা ঘুঘুকে জব্দ করতে। দরজা নক করতে আমাদের রাফ এন্ড টাফ বক্তব্যে বেচারা খুব দুঃখ পেয়ে জানালো যে তার গাড়ি গ্যারেজে।

নিচের গাড়িটা তার না। সে বুদ্ধি দিল আমাদের গাড়ির হর্ন বাজাতে। আমরাও গ্যারেজে কোনরকমে ঢুকে মনের সুখে হর্ন বাজাতে লাগলাম। ব্যাপারটা খুবই বিরক্তিকর। কিছুক্ষনের মধ্যেই পুরা কম্পাউন্ডের সবাই ব্যালকনিতে বেরিয়ে আসল।

কিন্তু আসল জনের দেখা নাই। আমার মাথা গরম বন্ধুটি ততক্ষনে টো ট্রাক ডাকি ডাকি করছে। এমন সময় এক প্রতিবেশি জানালেন ঐ ব্যাটার সম্ভাব্য উপস্হিতির স্হান। সে নিজ দায়িত্বে আমাদের ঐ ফ্ল্যাটের সামনে নিয়ে গেলে আমরা চারগুন উৎসাহে দরজায় কিল-ঘুষি মারতে থাকি। শব্দ শুনে পাশের ফ্লাটের বাসিন্দারা বেরিয়ে আসেন।

কিন্তু এই ব্যাটার খবর নেই। ভিতরে জোর ভলিউমে গান বাজছে, কিন্তু কেউ দরজা খুলে না। তখন উপকারী প্রতিবেশীটি বললেন "ইউ গায়েজ প্রোবাবলি হ্যাভ টু ওয়েট। আই থিংক হি ইজ ডুয়িং হিজ গার্লফ্রেন্ড"। একথা শুনে আমার মাথা গরম বন্ধুর মাথা আরও গরম হয়ে গেল।

সে পারলে নিজে এক হাতে গাড়ি তুলে ছুঁড়ে মারে। আমরা ওকে ধরে-বেঁধে রেখে নিচে নেমে আসি। ততক্ষনে আমাদের উপকারী প্রতিবেশীর কল্যানে উপস্হিত কারও জানতে বাকি নেই ঘটনা কি? আমরা আরও খানিকক্ষন হর্ন বাজাই। একসময় দেখি লম্বাচুলো গাড়ির মালিক খালিগায়ে হাফপ্যান্টের চেন লাগাতে লাগাতে গাড়িতে উঠে ধুম করে স্টার্ট নিয়ে বুম করে বেরিয়ে যায়। সবাই মুচকি মুচকি হাসে।

আর আমাদের রসিক প্রতিবেশী আমাদের বলে "ডোন্ট ইউ এভার পার্ক ইওর কার ইন ফ্রন্ট অ্যা গ্যারেজ বিফোর ডুয়িং ইওর গার্লফ্রেন্ড"। আমরা হি হি করে হাসতে হাসতে বলি "আফটার দিস? আর ইউ কিডিং?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.