আমাদের কথা খুঁজে নিন

   

দেবী



স্রষ্টার হেরেমে তুমি প্রথম অলঙ্কার ছিলে, নিশ্চিহ্নের ছায়াতে থেকেও প্রতিক্ষণে জাগাতে প্রেম-বহ্নি-পরাজয় অকুলান্ত সতীর্থদের মনে। অবশেষে ধরিত্রীর প্রার্থনায় আর আকাশের উল্লাসে গগনবিদারী আওয়াজে তোমার মর্তে আগমন। সমুদ্রের বিস্তৃত জলরাশি আর প্রতিটি পর্বতমালা তোমায় স্যালুট জানায় ধ্বসে-জলোচ্ছ্বাসে-হুংকারে। তোমার সান্নিধ্যপ্রত্যাশী হয় পাথর কিংবা পাখি, কলুসিয়ামের মল্লরা পরে রুদ্রাক্ষের মালা, সন্ন্যাসীর ধ্যান ভেঙ্গে যায়,হয় সুরের পূজারী। তোমার ইশারায় ঐ চাঁদ ভেঙ্গে হয় অণুর সমান, সূর্য হয় ম্লান,ছড়ায় জ্যোৎস্নার মতন আলো। সৌন্দর্যের অনলে পুড়ে খাক হয় অবুঝ ফুল আর অলি অলিক ভুল করে দ্বিতীয় বারের মত। হে দেবী,হে বিমূর্ত..তোমার প্রকাশে আর সম্মোহনে যে ভালবাসার জন্ম নিল এই ধূসর ধরিত্রী জুড়ে তার অমোঘ পিপাসায় কাতর হলাম আমি, আমার পুরুষ হৃদয়। পূর্বে প্রকাশিত আমার কয়েকটি কবিতা... মুক্তি নেই মত্ত কবি,মস্ত কবিতা ভাস্বরী আমার কবিতার খাতা হায়! প্রেরণা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।