আমাদের কথা খুঁজে নিন

   

দেবী

পরে বলি

১০৭টা নীল পদ্ম এনেছি তোমার জন্য সমগ্র জগত খুজে করেছি তোলপার তবুও তোমার দেখা মেলেনি অশ্বথের ছায়ায় । পর্দার আড়ালেই থেকেছো দেবী চিরকাল কৃষ্ণের বাশিতে ঝরেছে কত রক্ত তবুও তুমি ফিরে চাওনি। নিষ্ঠুর গোলাপের কাটা দিয়ে দেখো সজিয়েছি দুই অবসন্ন হাত তবুও একবার দাওনি পুজার সন্মান। সপ্নগুলোকে ছাই করেছি কাল সন্ধ্যায় সাজিয়েছি তোমার ধুপদানিতে অম্লান সন্ধ্যা প্রদীপ তবু জ্বলেনি মন্দিরে। ফাগুনের উদাসী হাওয়া আজ মেলে রেখেছি পথের ধুলোয় সে পথকে আজো রেখেছো নিঃসঙ্গ। দেবীর দুয়ারে দাঁড়িয়ে কেটেছে সারারাত করাঘাত জেগেছে ভোরের শিশির তবু তুমি প্রতিঞ্জায় ছিলে অবিচল। হে চির জাগ্রত দেবী- আমার আপন মনে এখনো আধার তোমার সুর্যের কৃপা মেলেনি আজো, আলো নিয়ে আজো স্বপ্ন দেখাও তুমি, আর আমি বসে গল্প করি তোমার - আমি আর আধার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।