আমাদের কথা খুঁজে নিন

   

নামাজের কবিতা



০১. শিশিরভেজা আঙিনাতে শিউলী যখন হাসে- বাতাস ফুঁড়ে মুয়াজ্জিনের আজান উড়ে আসে। ফুল পাখিদের কণ্ঠে দোলে ফজর ফজর সুর- গীতল হাওয়ার শীতল ডানায় যায় তা বহুদূর। ০২. খুললো যখন আবীরমাখা সূর্যোদয়ের খাতা- মিষ্টি আলোর ঝলকানিতে নাচে সবুজ পাতা। মাথার ওপর দাঁড়ায় রবি, আবার ঝুঁকে পড়ে- ঠিক তখনই জোহর আসে প্রতি ঘরে ঘরে। ০৩. ধীরে ধীরে জ্যোতির থালা পম্চিমে যায় হেঁটে- আকাশ-নদী, মেঘ-হিমালয়, বাতাস কেটে কেটে। চোখ ধাঁধাঁনো রোদরা হঠাৎ কোমলমতি হয়- আসর এসে হলুদ ঠোঁটে মনের কথা কয়। ০৪. আর কতদূর হাঁটবে মামা, আর কতদূর পাড়ি- ঢের হয়েছে, এবার তবে ফিরতে হবে বাড়ি। ডুবসাঁতারের মত যখন ডুবলো আগুন-জিভ- সু স্বাগতম, সু স্বাগতম, এসেছে মাগরিব। ০৫. সূর্য গেলো নিজের দেশে দিন পোহাল দিন- আকাশ জুড়ে গোধূলি রঙ, শুভ্র-শাদার চিন- সেই শাদাও ক্ষণিক পরে উধাও একেবারে- এখন হল ইশার পালা, রুখবে কে আর তারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।