আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স শিখতে আগ্রহীরা যে বিষয়গুলো এড়িয়ে যেতে পারেন না

আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে হয়তবা কেউ ফরেক্স শেখার আগ্রহী এবং এই শেখার প্রক্রিয়া কিভাবে শুরু হবে তার একটি রুপরেখা প্রয়োজনীয় । ফরেক্স পশ্চিমাদের ব্যবসা । আপনি এ ব্যবসা করতে পারছেন ব্রকার ও ইন্টারনেট প্রসারের কারনে। কেননা একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ আর অর্থ ও ফরেক্স জানাই এই ব্যবসার মূল।

এ কারনেই ফরেক্সের রিসরস বেশীরভাগ ইংরেজিতে লেখা । আপনাকে ইংরেজি জানতে হবে । বাংলা ভাষায় ফরেক্স রিসরস সমৃদ্ধ নয়। তো চলুন ফরেক্স শেখার প্রক্রিয়াটা কিরকম হবে।
ফরেক্স শেখা একটি চলমান প্রক্রিয়া ।

ফরেক্সের মত বিশাল সেক্টরে শেখার শেষ নেই। আপনি নিজেই এটা উপলব্ধী করতে পারবেন। তো শুরুটা কিভারে করবেন। আপনি ধাপে ধাপে ফরেক্স শিখবেন। আসুন দেখা যাক সেগুলো কিরকম।


প্রথম ধাপঃ ফরেক্স প্রাথমিক জ্ঞাণ । ফরেক্স কি,কিভাবে ট্রেড করা যায়,মেটা ট্রেডার পরিচিতি(ব্রকার কতৃর্ক যে সফটঅয়ারের মাধ্যমে ফরেক্স ট্রেড পরিচালনা করা হয় তা এমটি ৪ বা ৫ নামে পরিচিত এবং যা সব ব্রকারে একই),লাভ-ক্ষতি কিভাবে হয়,পিপস কি,কেন্ডেলস্টিক কি এর বিস্তারিত, চার্ট কি এর প্রকারভেদ, প্রাইস/চার্ট/মার্কেট এনালাইসিস কি কিভাবে কত প্রকার, ইন্ডিকেটর কি এর প্রকারভেদ, টুলস কি এর ব্যবহার, চার্ট প্যাটার্ন কি এর প্রকারভেদ, ফান্ডামেন্টাল/টেকনিক্যাল/সেন্টিমেন্টাল এনালাইসিস কি কিভাবে করা হয়, অর্থনীতির মৌলিক ধারণা, মুদ্রা ব্যবস্থাপনা কি কিভাবে, ফরেক্সের মেজর পেয়ার দেশগুলোর অর্থনীতির ধারণা, বিশ্ব রাজনীতির আলোকপাত, ফরেক্সের সব অর্ডার টাইপস, মানি ম্যানেজমেন্ট কি, এ রকম অনেক বিষয়............................................................
দ্বিতীয় ধাপঃ যেহেতু আপনি ব্যাসিক শিখেছেন তো আপনি এ ধাপে ফরেক্স ট্রেডে আগ্রহী। আপনি ডেমো ট্রেড(আসল টাকা নয়) শুরু করবেন। এখন আপনার দরকার হবে ট্রেডিং প্লান। আপনার মানুষিকতা অনুযায়ী আপনি নানা রকম ট্রেডিং প্লান প্রয়োগ করতে থাকবেন ডেমো ট্রেডিং এ।

সেই সাথে আপনি দেখতে থাকবেন আপনার ট্রেডিং প্লান কতটা সফল।
তৃতীয় ধাপঃ আপনি ডেমো ট্রেডিং এ ভাল করেছেন ফলত আপনি রিয়াল ট্রেডিং এ আগ্রহী হয়ে পড়েছেন। আপনি অল্প টাকা দিয়ে ট্রেড শুরু করবেন। আপনি মানি ম্যানেজমেন্ট নিয়ম মেনে ট্রেডিং করবেন। এই ধাপে আসল অভিজ্ঞতা অর্জন করবেন।


চতুর্থ ধাপঃ আপনি প্রফেশনাল ভাবে ফরেক্স ট্রেডিং করতে থাকবেন সেই সাথে আপনার শেখা চলতে থাকবে।
ফরেক্স রিসরস কোথায় পাবেন বা কিভাবে ফরেক্স ব্যাসিক শিখবেন তার একটি দিকনির্দেশনা দেয়া হয়েছে এই পোষ্টে দেখুনঃ http://www.techtunes.com.bd/reports/tune-id/230145
টেকটিউন্স এর সাথেই থাকুন। ভাল থাকুন। লেখার ভুল ভ্রান্তি মাফ করে দিবেন নিজ গুণে।
আমার ব্লগ bdpips24.blogspot.com


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.