আমাদের কথা খুঁজে নিন

   

স্বজনদের দেখা পেলেন ভিআইপি বন্দীরা, নিঃসঙ

ঈদের দিন স্বজনদের দেখা পেলেন কারাগারে আটক ভিআইপি বন্দীরা। প্রিয় মানুষের হাতের রান্না করা খাবারও খেয়েছেন তারা। বেঁধে দেওয়া অল্প সময়ের মধ্যেই স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন আটক এসব সাবেক মন্ত্রী-এমপি। তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন জামায়াত নেতা সাবেক সমাজ কল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। ঈদের পুরোটা দিনই তিনি ছিলেন নিঃসঙ্গ। তার কোনো আত্দীয়স্বজন এবার ঈদে দেখা করতে যাননি কারাগারে। যুদ্ধাপরাধ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্রসহ আলোচিত বেশকটি মামলায় ঢাকা ও কাশিমপুরের তিনটি কারাগারে আটক রয়েছেন এক সময়ের প্রচণ্ড প্রতাপশালী আলোচিত অন্তত ১৫ ভিআইপি। এদের মধ্যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনিও রয়েছেন। কারাসূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন জামায়াত নেতা মুজাহিদ, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ ছয় ভিআইপি বন্দী। ঈদের দিন সকালে এসব প্রভাবশালী বন্দীর আত্দীয়স্বজন দেখা করেছেন। তাদের পছন্দের খাবার খাইয়ে যান তারা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.