আমাদের কথা খুঁজে নিন

   

সুখী হও

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....

তোমার অক্ষয় বেদনাকে আমার কাছে গচ্ছিত রেখে হেঁটে এসো কিছুক্ষন আনন্দনগরের পথে । ছুটন্ত পথের পাশে- জীর্ণ তাঁবুতে দেখ নিপুণ সংসার, দেবশিশু, বাঁকা হাসি, প্রেমবুকে- গভীর মায়াবী ঘুম । তোমার সফেদ নরম ঘরে এরচে' মায়াবী ঘুম থাকে? দেখ, বিকেলের নরম আলোয় সযতন কেশবিন্যাস, যেন- ঠাকুরবাড়ির অলিন্দে বসেছে পান সুপুরীর উচ্ছল সহযোগে একটু পরেই আছে প্রিয়দর্শন । কোনদিন বিকোবে না যেন- এই রং, এই হাসি নাগরিক পথে । দেখ, সুখী হওয়া কত সোজা ।

মাথা থেকে ছুড়ে ফেল পথে ব'য়ে চলা অগুনতি বোঝা । একবার হাল্কা হাসির স্রোতে ভেসে যাক জগদ্দল ভেলা । হাত ধর যে তোমারে চায়- হ'য়ে ওঠো কৌশলী কেয়া । খুব বেশী উপরে দেখ না, খুব বেশি গভীরে নেমো না - রংধনু আকাশটা দেখ, সমুদ্রেও গভীর রং খেলা যতটুকু পার খুঁজে নাও । দেখ, সুখী হওয়া কতটাই সোজা যদি ভাব জীবন নিজেই বড় পাওয়া ।

বাকী সব আনন্দসহযোগ শুধু । অনিন্দ্য প্রেমে ফোটা একটি গোলাপে থাকে-যতটুকু লাল আর যতটুকু কাঁটার কামড় । *****************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।