আমাদের কথা খুঁজে নিন

   

বাল্য বিবাহ নয়,অপ্রাপ্ত বয়সে সন্তান নেয়ার ব্যাপারে আমরা সোচ্চার হই।



নিচের লিখাটি ফেসবুকে একজন লিখেছেন । ভাল লাগল তাই পোষ্ট করলাম - আগে মুরব্বীরা আমাদের বাপ দাদাকে অল্প বয়সে বিয়া দিয়া দিত! তখন কি বর্তমানের মত এত ধর্ষণ দেখতে হত আপনাদের? তখন কি দেখতে হত প্রেমের নাম করে বিয়ের আগেই দৈহিক সম্পর্ক? তখন কি দেখতে হত ক্লাস সেভেনের পোলাপান ও হোটেলে যাইতেছে? আপনি কি দেখেছেন ক্লাস সেভেনের পোলাপানদের হোটেলে যেতে? আমি কিন্তু দেখেছি ভাই... শুনেছি আজ দেশ টিভির নিউজে বাল্য বিবাহের অপকারিতা ও বৃদ্ধির হার নিয়ে একটা প্রতিবেদন দেখাইছে। খুলনা বিভাগে যার শতকরা হার ৭৫% এবং এটাই সর্বোচ্চ। মিডিয়া বাল্য বিবাহ নিয়ে অনেক চিন্তিত! বাল্য বিবাহের অপকারিতা হিসেবে উল্লেখযোগ্য কারণটা হল অপ্রাপ্ত বয়সে সন্তান ধারণ। যদি এটাই মূল কারণ হয়ে থাকে,তবে তো বাল্য বিবাহ বন্ধে এতটা জোর না দিয়ে, অল্প বয়সে সন্তান গ্রহণের ব্যাপারে গুরুত্বারোপ করা যেতে পারে। আর কেউ যদি বলে অল্প বয়সে বিয়ে দিলেই সমস্যা (যেমন:স্বামীর সাথে দৈহিক ও মানসিক মিলন) ,তবে তাকে বলব ভাইয়া/ আপু বর্তমানে আমাদের দেশের প্রায় সিংহভাগ মেয়েরাই ষষ্ঠ/সপ্তম শ্রেণী থেকই সাধারণত স্বামীর বিকল্প হিসেবে বয় ফ্রেন্ড নামক একটা জঘন্য জিনিস চায়। দুধের স্বাদ এরা ঘোলে মিটাতে চায় এগুলো কি আপনাদের চোখে পড়ে না??? বিয়ের আগেই এক এক জনের ভিডিও বের হয়ে যায়... তখন কি খুব ভাল লাগে তা দেখতে? হয়তো ভাল লাগতে পারে... কিন্তু আপনার আপন ভাই বোনের ভিডিও টা দেখলে তত আর ভাল লাগতো না এইটা কিন্তু ড্যাম শিওর!!! তাই আসুন বাল্য বিবাহ নয়,অপ্রাপ্ত বয়সে সন্তান নেয়ার ব্যাপারে আমরা সোচ্চার হই। কেননা বাল্য বিবাহটা বেশিরভাগ ক্ষেত্রেই দেয়া হয়, ছেলে মেয়েদের চরিত্রকে কলূষ মুক্ত রাখতে। মুখে যতই বলেন আমরা ভাজা মাছ উলটাইয়া খাইতে পারি না! কিন্তু ভিতরে ভিতরে যে সবাই জৈবিক চাহিদায় জ্বলেন সেটা কয়জন বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবেন?? -মুজাহিদ এহসান (ফেসবুক )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.