আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনে ঢিলঃ কারো জন্য খেলা , কারো জন্য জীবন খেলা । তরুণীর মৃত্যু

ওরে ভয় নাই আর, দুলিয়া উঠিছে হিমালয়-চাপা প্রাচী! গৌরীশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী!

ঈশপের গল্পের বইয়ের একটা গল্প শৈশবে আমার মনে বেশ দাগ কেটেছিল । গল্পটা এরকম যে ,একদা ডোবায় কয়েকটা ব্যাঙ ছিল । ডোবার পাশেই কিছু ছেলে খেলা করছিল । কি ভেবে এক ছেলে ডোবায় একটা ঢিল দিল । তা এক ব্যাঙের গায়ে লাগল ।

তা দেখে সব ছেলে এসে ব্যাঙেদের উপর ঢিল ছোড়ার খেলায় মেতে উঠল । ব্যাঙরা দেখল মহা সমস্যা । বাঁচতে হলে কিছু একটা করতেই হয় । তখন বুড়ো এক ব্যাঙ উঠে ছেলেদের বলল,"ওহে,বালকেরা , এ তোমাদের জন্য খেলা হতে পারে কিন্তু আমার জন্য জীবন মরণ ব্যাপার । দয়া করে এ খেলা বন্ধ কর ।

" রূপক এ গল্পটা এক চিরন্তন সত্যকে প্রকাশ করে যা আমরা হয়ত প্রতিদিন অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কিংবা দেখেও দেখতে পাচ্ছি না । যাই হোক, আজ একটা খবর পড়ার পর এ গল্পটা আবার মনকে নাড়া দিয়ে গেল। খবরে প্রকাশ জানি না কারা ঢিল দিয়েছিল । জানি না কোন পূর্বশত্রুতার জের ধরে এমন হয়েছে কিনা । জানিনা এটা রাজনৈতিক কোন দলের কাজ কিনা ।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এসব ঘটনা ঘটায় অতিশয় কৌতুহলী আনন্দপ্রেমী কিছু লোক । শুধুই মজা করার জন্য ট্রেনের বা বাসের বা প্রাইভেট কারের জানালা লক্ষ্য করে ছোড়া এ ঢিল যে কারো প্রাণনাশের কারণ হতে পারে তা তাঁরা হয়ত ভাবতেও পারে না কিংবা ভাবলেও গুরুত্ব দিতে পারে না হয়ত । দেখা যায় এরকম ঘটনাগুলো ঘটে মূলত রাতে। আমিও ঢাকা-সিলেট হাইওয়েতে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি রাতে । সেই ঢিলটা যদি আর দু'ইঞ্চি উপরে উঠত তবে হয়ত এটা লেখার জন্য আজ এখানে আমি থাকতাম না ।

যাই হোক হাহুতাশ করে লাভ নেই । লাভ নেই জ্ঞান কপচিয়ে । এই লোকদের মানসিকতা আমি আপনি বলেই থামাতে পারব না । রাতের জার্নিতে সাবধান থাকবেন । সতর্কতাই সম্বল ।

এমন মরণ যেন আর কারো না হয় সেই কামনাই করি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.