আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি নামল সন্ধ্যে জুড়ে

কখনো সুরের ছন্দ মেলেনা,তো কখনো তাল তবু গেয়ে যেতে হয় মিলিয়ে সাথে সময়ের সুর-তাল!
সময় জুড়েই প্রয়োজনের হিসেব হিসেবে ফুরোয় কাগজ! কাগজ ভিজায় না পাওয়ার জল ভাবি,বেহিসেব থাকাই সহজ, হিসেব থাকলো এপাশ জুড়ে ওপাশে উড়লো মন সন্ধ্যে জুড়ে তাই বৃষ্টি নামল ভিজিয়ে হিসেবি ক্ষণ! বৃষ্টি ঝরছে আঁধার জুড়ে যেনো সারা দিনের সব আলো কে মেঘের আড়াল করে, এপাশে আমার হিসেবের খাতা ভিজে হলো একাকার ওপাশে মনটা বৃষ্টি ছুঁয়ে আনন্দে দুর্বার! বৃষ্টিমুখর সন্ধ্যে জুড়ে মায়া ছড়ানো সুখ সারা দিনের ক্লান্তি ভুলে মন,ভুলে দিনের দুঃখ, অষ্ট প্রহরের গান লিখা আছে রৌদ্র-ছায়ার শহরে স্বপ্ন সে গানে সুর দিয়ে যায় নিত্য বেলার প্রহরে। বৃষ্টি নামল সন্ধ্যে জুড়ে আমার জানলা ছুঁয়ে অষ্ট প্রহরে শহর কেবল থাকলো রৌদ্র নিয়ে!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.