আমাদের কথা খুঁজে নিন

   

একটি তাবলীগি পরিবারের সদস্যদের স্লোগান যেমন হয় ।



চিল্লার নাম দিয়ে তাবলীগিরা পরিবার-পরিজন এদের কোন তোয়াক্কা করেনা । যার ফলে দেখা যায় তাবলীগিদের পরিবারের বন্ধন ঠিক থাকেনা । আমরা যদি একটি তাবলীগি পরিবারের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে একজন তাবলীগি পুরুষের ছেলে-মেয়ে নানাজনের সাথে পিরিতি করে অন্য ছেলে-মেয়ের হাত ধরে ঘর হইতে বের হয়ে বলে “চল হারিয়ে যাই “। গাট্রিওয়ালা তাবিলীগি পুরুষ যখন দেখে তার ছেলেমেয়ে ঘরে নাই, তখন ভাবে তার তো আর কাজ নাই । তখন চিল্লার জন্য গাট্রি প্রস্তুত করে বলে” চল বেরিয়ে যাই “।

যাওয়ার সময় গাট্রিওয়ালা তার বউ এর হাতে মোবাইল দিয়ে যায় । বউ যখন দেখে ছেলে-মেয়ে হারিয়ে গেছে আর স্বামী বেরিয়ে গেছে সে কি করবে? সে তখন মোবাইলে অন্য পুরুষের সাথে পরকিয়া করে ওই পুরুষের হাত ধরে বেরিয়ে বলে “ চল পালিয়ে যাই “ । এই হল গাট্রিওয়ালা তাবিলীগিদের জীবন কাহানী । ইসলাম স্বাভাবিকতার ধর্ম । ইসলাম এ পরিবারের হক্ব আদায় করার তাগিদ দেয় ।

কিন্তু এরা দেখা যায় সেই হক্ক্বুল ইবাদ নষ্ট করে অজানায় বেরিয়ে যায় । এদের থেকে সবার সাবধান থাকা উচিত এবং এদের ফাদে পা না দেওয়া উচিত । তা না হলে আপনার পরিনতিও এমন-ই হইবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.