আমাদের কথা খুঁজে নিন

   

দলকানা আর জম্বি দুইটার মইধ্যে পার্থক্য খুব বেশি না

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

ব্লগে অনেকগুলা দলকানা আছে। এর মইধ্যে রামছাগল ক্যাটাগরিতে টপে থাকব- ইক-বাল পারভেজ (এইটার লজ্জাশরম নাই, কয় নাম্বার নিক এইটা হে নিজেও জানেনা); হাসান কালবৈশাখি (এমুন গাধার বাচ্চা আমি জিন্দেগীতে দেখি নাই)। পয়লাটা খানিকটা মানসিক প্রতিবন্ধি, এইটারে তেমন গণায় ধরিনা। গাছে আম টক- লেইখা পোস্ট দিলেও দেখবেন আইসা কমেন্ট করব, বাকশালীরা আমও খাইতে দেয়না। বাদ দেন। সেকেন্ডটার লেটেস্ট কমেন্ট দেখেন- ওরে গাধার বাচ্চা, তরা আজ পর্যন্ত পারলিনা মোবাইল নেটওয়লাগর রেট কমানির লিগা কোন স্টেপ নিতে। আর মুখে মারাস যে, কেউ ইউজ করেনা। তর মত দুইপয়সা দামের গাধাও যেখানে ইউজ করে, সেইখানে বুঝস না কেন আরও কতজন ইউজ করতে পারত রেট কম হইলে?? মেইন পোস্ট: Click This Link (এইডাও আরেকজন কোন এক পার্টি সাপোর্টারের )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.