আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবার সময়ঃ ফটো ব্লগ।

গিরগিটি যেমন রূপ বদলায় ঠিক তেমনি মানুষ ও রূপ বদলায়।
*** কিছু কি বলার অপেক্ষা রাখে? চলন্ত ট্রেন ও দুরন্তপনা। ============================================= ১। পড়তে পড়তে জান শেষ ২। সবাই ঝুলতেছে ৩।

প্রকৃতি ৪। এখানেও পড়া। আর কত যে দেখমু জীবনে। আমি ট্রেইনের ছাদ থেকে এইটা তুলেছি। সবাই ইঞ্জিনের উপর।

৫। এভাবেই সবাই গিয়েছিল ভর্তি পরিক্ষা দিতে! ৬। কে নিবে এদের জীবনের দায়িত্ব? ৭। এভাবেই সবাই ঝুকি নিয়ে গিয়েছিল ৮। এই সেই শাটল ট্রেন ৯।

আমি এখানে উঠার পর আর অন্তত ২০-৩০ জন উঠে আসে। ইঞ্জিনের সামনে। হর্ণ দিলে দুনিয়া দারি সব আন্দার হয়ে যেত। কানে তুলা দিয়েও পরে থাকতে না পেরে ছাদে চলে যাই। ১০।

লেখার কিছু নাই। ট্রেন পুরোদমে চলছে,। ১১। উঠতে থাক ১২। এই মেয়ে ও কি ছাদে উঠতেছে>> ১৩।

এই, ধর তারে, মার তারে। এই হল আসল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৪। নিজ নিকেতনে ফিরে আসা। ১৫।

ট্রেন কিন্তু চলতেছে। ============================================= হাতে সময় থাকলে নিচের গুলোতে ঘুরে আসেন। আশা করি ভালো লাগবে। নতুন মানুষ। ভুল হলে ঠিক করে দিবেন।

============================================= অপটু হাতের তোলা কিছু ছবিঃ আমার শখ (১ম পর্ব) ---------------------------------------------------------------------------------- অপটু হাতের তোলা কিছু ছবিঃ আমার শখ (২য় পর্ব) =============================================
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.