আমাদের কথা খুঁজে নিন

   

আমার মিথ্যাবাদী মা

শাফিক আফতাব--------- অজ্ঞ, অশিক্ষিত, পাগলি মা আমার আমি তো স্কুলে যাবোই না, তুমি বললে : ‘এই দেখো রাস্তা দিয়ে বর কনে যায়, স্কুল গেলে ওমন কনে পাওয়া যায়’ আর পাওয়া যায় কনের বাপের কাছে দামি দামি খেলনা, টেপ। পরদিন থেকে স্কুলে যাওয়া শুরু হয় আমার। স্কুলে যাই। কনে তো পাইনা। স্যারেরা শুধু পড়ায়। বাড়ি এসে মাকে : 'তুমি মিথ্যে বলেছো'। মা বললেন : ‘কনের বাবা তোমার জন্য ছোট্ট একটা ফনিক্স সাইকেল কিনতে গেছেন দুরের শহরে তারপর তোমার গানের জন্য একটি ক্যাসেট’ আমার স্কুলে যাওয়া শুরু হয় কনে পাবার আশায় কনে পাইনি পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকে সর্বচ্চো ডিগ্রি। মা দিবসে সেই ডিগ্রির সবটুকু গর্ব মাকে দিলাম। নিসর্গ : ঢাকা ১২.০৫.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।