আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যাবাদী



অনেক মানুষ আছে কথা দিয়ে কথা রাখে না । আর মিথ্যাটা যখন ধরা পরে তখন ইনায়বিনায় ক্ষমা চায় । এদের কি মাফ করা উচিত? মোটেও না । একজন যদি একদমে মিথ্যা কথা বলে তারে কি করা উচিত ? 2 ঘন্টা পাবলিক টয়লেটে আটকায় রাখা যেতে পারে । আর কি করা যায়? কথা বলা বন্ধ করে দেয়া যায় ।

এটাই উচিত শিক্ষা । আজকে আমার এক ফেন্ড্র আমারে একগাদা মিথ্যা কথা বলছে । প্রথমে হজম করলাম । সত্যি বলতেছে ভাবলাম । পরে তার একটা বোকামির জন্য বুঝলাম মিথ্যা কথা বলতেছে ।

বেচারা আজকে ওর রেহাই নাই । মিথ্যা কথা বলার শিক্ষা কেমন হইতে পারে বুঝায দিব । আজকে দুপুরে সুন্দর বৃষ্টি পরতেছিল । এমন দিনে মিথ্যা কথা বলে কেমনে মানু ষ ? আজিব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।