আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যাবাদী পুরুষের গান

.

ও খোঁপা,বেগুনী নাক ফুল গেঁয়ো সুর, মেঠো পথ এই অন্ধকারে মন খারাপ আলোয় নিস্তব্দ মেয়ে বাড়ি ফিরে যায় ঘুর্ণয়মান আকাশ তবুও কোন না কোন ছলে তাকেই, প্রেমের কথা বলে ধুলোয় ধুলোয় অশ্রু ফোটা চিনে কেউ একজন পিছু নেয় বেদনার্ত চখা সে আজ পথ ভুলে উদ্ভ্রান্ত হলে হোক এক রোখা মেয়ে ভুমিহীন সর্বশান্ত সন্ধ্যায় ফিরে যেতে যেতে অশ্বত্থ ঝোপে জমা আঁধারে সচকিত কি-বা ,হরিয়াল ঝাঁকের পাখার ঝাপটায় ,তক্ষুনি মিথ্যাবাদী পুরুষের গানে মোহাবিষ্ট তার মন চাঁদ ফিরে পায় দেনা মুক্ত হয় চোখ থেকে মরুদ্যান খসে পরে, অচেনা মরুদ্যানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।