আমাদের কথা খুঁজে নিন

   

ফিচার ফোন বনাম স্মার্টফোন

দিন দিন কমে যাচ্ছে ফিচার ফোনের চাহিদা। শুধু কল করার পরিবর্তে মুঠোফোনে এখন গান শোনা, ভিডিও দেখা, ইমেইল করার মতো সুবিধাগুলো ব্যবহারের প্রবণতা বাড়ছে।
স্মার্টফোনে এ সুবিধাগুলো থাকলেও ফিচার ফোনে এ সুবিধা থাকে না। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে জুন এ তিন মাসে মোবাইল ফোন বিক্রিতে ফিচার ফোনকে পেছনে ফেলেছে স্মার্টফোন। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।


গার্টনারের হিসাব অনুযায়ী, এপ্রিল থেকে জুন এ তিন মাসে মোট ৪৩ কোটি ৫০ লাখ মুঠোফোন বিক্রি হয়েছে যার মধ্যে ২২ কোটি ৫০ লাখ হচ্ছে স্মার্টফোন আর বাকি ২১ কোটি হচ্ছে ফিচার ফোন। গার্টনারের গবেষকেদের হিসাব অনুযায়ী, ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর স্মার্টফোন বিক্রি বেড়েছে ৪৬ দশমিক পাঁচ শতাংশ আর ফিচার ফোন বিক্রি কমেছে ২১ শতাংশ।
গবেষকেদের হিসাব অনুযায়ী, ২০১৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে এশিয়াতে। এরপর রয়েছে ল্যাটিন আমেরিকা ও উত্তর ইউরোপ অঞ্চল।
গার্টনারের গবেষক অংশুল গুপ্ত জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রি হয়েছে মোট মুঠোফোন বিক্রির ৫১ দশমিক ৮ শতাংশ, যা প্রথমবারের মতো ফিচার ফোনকে ছাড়িয়ে গেছে।


এর আগে আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছিলেন, চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসেই ফিচার ফোনকে পেছনে ফেলেছে স্মার্টফোন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।