আমাদের কথা খুঁজে নিন

   

ডেটলাইন ডুমস ডে (অথবা, একটি ধ্বন্যাত্মক কল্পগল্প)

জীবনধারার ছাপ চেতনাকে গড়ে, চেতনার ছাপ জীবনধারাকে নয়

খট খট খট খট (জুতোপরা পা এগিয়ে চলেছে) কুঁট কুঁট কুঁট কুঁট (আঙুলগুলো চাপছে গোপন সংখ্যাগুলো) ঘড়াম ঘড়াম ঘড় ঘড় ঘড় (পারমাণবিক ও নানারকম বোমাগুলো উঠছে আকাশযানে) সুঁ----ই----শ (নানান জায়গা থেকে নানান দিকে উড়ে গেল সহস্রাধিক বায়ুযান শব্দেরও আগে) কা---বুমমমমমমমমম (পৃথিবীর সবখানে আছড়ে পড়েছে অগণিত বোমা) শাঁ----ই----ই---ই--ই (শত শত বোমা ছুটে গেল বায়ুযানগুলোর দিকে) বাঁচাও, মাগো, মাম্মি, মঁ দিউ, ভাসার, পানি পিউঙ্গি, আল্লাহ্, পাপা, ............... সব চুপচাপ হাশশশশশশশশ (বাতাস বইছে) খড় খড় খড় খড়খড় খড়খড়খড় (হাঁটছে, উড়ছে তেলাপোকা)............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।