আমাদের কথা খুঁজে নিন

   

নিজের স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করেছিল এক লম্পট স্বামী



মানিকগঞ্জ নিউজ ডটকম : ডাক্তার দেখানোর নাম করে নিজের স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করেছিল,রফিকুল ইসলাম নামে এক লম্পট স্বামী । গৃহবধূ আইরিনকে টানা ১২ দিন পর দৌলতদিয়া পতিতালয় থেকে উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে আজ সকালে পুলিশ দৌলতদিয়া পতিতাপল্লীর দুই সদস্য শিল্পি ও লাল্টুকে গ্রেফতার করেছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও আইরিনের পারিবারিক সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের আনোয়ার হোসেনের কন্যা আইরিনের (২১) সাথে একই গ্রামের ইউনুছ পরামনিকের ছেলে রফিকুলের ভালোবেসে বিয়ে হয়।

বিয়ের পর আইরিনের বাবা ছেলেকে কিছু যৌতুক দেয়ার কথা বললেও, তিন বছরেও না দেয়ায় তাদের উভয় পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর পর থেকেই শশুর বাড়ির লোকজন আইরিনকে দেখতে পারতো না। গত ১১ অক্টোবর আইরিন অসুস্থ হলে তার স্বামী ও শশুর চিকিৎসা করানোর জন্য আরিচা ঘাটে নিয়ে যায়। ঘাটের একটি হোটেলে একজন অপরিচিত লোকের কাছে আইরিনকে বসতে বলে তারা দুজনেই ডাক্তারের খোজে বেড়িয়ে যায়। পরে অপরিচিত লোকের দেয়া ঝালমুড়ি খেয়ে আইরিন জ্ঞান হারিয়ে ফেলে।

জ্ঞান ফিরলে গৃহবধূ আইরিন নিজেকে দৌলতদিয়া পতিতা পল্লীর বাড়িওয়ালা শিল্পীর ঘরে আবিষ্কার করে। পরে সেখানে তাকে জোড়পূর্বক অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। এদিকে ঘটনার পরেই স্বামী রফিকুল এলাকায় প্রচার করে আইরিনকে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেলে সে আরিচা ঘাট থেকে পালিয়ে গেছে। আইরিনের পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুজাঁ খুজি করতে থাকে। ঘটনার ৫/৬ দিন পর আইরিনের স্বামী রফিকুল স্থানীয় ইউপি সদস্য আক্তারের কাছে টেলিফোনে জানায়, আইরিন কোথায় আছে আমি ঠিকানা জানি।

তবে ঠিকানা বলার জন্য সে ৫০ হাজার টাকা দাবী করে। পরে ইউপি সদস্য টাকা দিতে স্বীকার করলে ঠিকানা পেয়ে আইরিনের পরিবারের লোকজন শুক্রবার রাথে রাজবাড়ির দৌলতদিয়া পতিতা পল্লী থেকে তাকে উদ্ধার করে। এব্যাপারে আইরিনের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে তার মেয়ের স্বামী, শ্বশুর, পতিতা পল্লীর সদস্য শিল্পী, লাল্টু সহ আরো ২জনকে আসামী করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছে। আইরিনের স্বামী ও শশুর পলাতক রয়েছে। দৌলতপুর থানার সাবইন্সপেক্টর আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইরিনের স্বামী ও শশুরসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.