আমাদের কথা খুঁজে নিন

   

এফএম রেডিওতে গীতিকার সুরকাররা অসম্মানিত

লিখবো অনেক কিছু.......জানবো এবং জানাবো...........

রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও আমার এবং এবিসি রেডিওতে প্রতিদিন অসংখ্য গান বাজে। গানগুলো বিনামূল্যেই তারা তাদের স্টেশনে বাজাচ্ছে। তবুও গানের কারিগরদের নাম বলা হচ্ছে না। অনেকে মনে করেন, এফএম রেডিওতে সারাক্ষণ আরজেরা বিকৃত বাংলায় মাত্রাতিরিক্ত কথা বলছে। এর মধ্যে অপ্রয়োজনীয় কথাই বেশি।

অথচ যে গানটি তারা বাজাচ্ছে তার কারিগরদের নাম বলতে মুখে বাধে। এ প্রসঙ্গে গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ বলেন, 'একটি গানের পিছনে মূল ভূমিকা রাখেন গীতিকার ও সুরকার। তাই গান বাজানোর আগে তাদের নাম বলাটা সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে। কিন্তু এই কমনসেন্সটি কেন আরজেদের মধ্যে নেই তা বুঝতে পারছি না। ' গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, 'এটা অন্যায়।

আমি বুঝি না, গানের যারা কারিগর তাদের নাম বলতে আরজেদের অসুবিধা কোথায়! এত কথা বলে, দুটো নাম বলতে পারেন না তারা!' গীতিকার সাজ্জাদ হুসাইন বলেন, 'এটা তাদের অজ্ঞতা। সঠিক মানুষের মূল্যমান না বোঝার যথেষ্ট অজ্ঞতা স্টেশন কর্তৃপক্ষের রয়েছে। তাই তারা এ কাজটি করছে। অনেকে বলে থাকেন, এটা তারা ইচ্ছা করেই করছে। কিন্তু আমি বলি, না; এটা তারা করছে শুধু অজ্ঞতার কারণে।

' গান বাজানোর আগে শুধু শিল্পীর নাম বলা হয়। কিন্তু শিল্পীরাও মনে করেন গীতিকার এবং সুরকারদের নাম বলা উচিত। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, 'একজন গীতিকার গান লিখেন। সুরকার তাতে সুর দেন। পরে শিল্পী তা কণ্ঠে তুলেন।

সবার ভূমিকাই সমান। তাই সবার নামই বলা উচিত। ' আইয়ুব বাচ্চু বলেন, 'কাজটি অনুচিত। সবার নাম বলা প্রয়োজন। গীতিকার-সুরকারদের অবহেলা করার অধিকার কারও নেই।

' কেন নাম বলা হচ্ছে না_ এ প্রসঙ্গে জানার জন্য স্টেশনগুলোতে যোগাযোগ করা হয়েছে। কেউ গীতিকার-সুরকারদের নাম না বলার সঠিক কারণ বলতে পারেননি। তবে অচিরেই সমস্যাটির সমাধান হবে বলে তারা মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে রেডিও টুডের অনুষ্ঠান প্রধান আরজে নীরব বলেন, 'আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা নাম বলতে পারছি না। আশা করি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।

'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।