আমাদের কথা খুঁজে নিন

   

এফএম রেডিও : পর্ব 3

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

রেডিও জকি ও আউটডোর ব্রডকাস্টার রেডিও টুডে ও রেডিও ফুর্তি অনুষ্ঠান সম্প্রচার শুরম্ন করার পর থেকে আরজে (রেডিও জকি) শব্দটি শ্রোতাদের কাছে খুবই পরিচিত হয়েছে। আগে লোকজন ভিজে এবং ডিজে সম্পর্কে জানতো। রেডিও চ্যানেলগুলোতে যারা শোর উপস্থাপনা করছে তারাই রেডিও জকি অর্থাৎ আরজে। রেডিও টুডে ও রেডিও ফুর্তির জনপ্রিয়তার পাশাপাশি এ চ্যানেল দুটির আরজেরাও খুব জনপ্রিয়তা পেয়েছে। রেডিও টুডেতে আরজে হিসেবে কাজ করছে বেশ কয়েকজন।

এর মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। আরজেদের মধ্যে রয়েছে বিপস্নব, বৃষ্টি, নুদরাত, কিবরিয়া, তানিয়া, সায়েম, নীরব, আরিয়ানী, তিথি, রায়হান আনুশকা, সাইফি, সিমি ও রাবি্ব। বিপ্লব ও বৃষ্টি ব্রেকফাস্ট শো গুডমর্নিং ঢাকার উপস্থাপনা করছে। তবে শুক্রবার শোটি উপস্থাপনা করছে রায়হান। টুডেজ আড্ডা উপস্থাপনা করছে নুদরাত।

ফাটাফাটি আড্ডা নুদরাত ও রাবি্ব। ট্রাফিক শো ইউটার্ন উপস্থাপনা করছে কিবরিয়া ও তানিয়া। রিকোয়েস্ট শো তবে তাই হোক উপস্থাপনা করছে সায়েম। সায়েম ও আরিয়ানী ফোন ইন প্রোগ্রামের আরজে হিসেবে রয়েছে। রুপালি গানের আরজে হচ্ছে আনুশকা।

টুডেজ ওয়ার্ল্ড মিউজিকের আরজে সাইফি। রাতভর গান অনুষ্ঠানটির আরজে নীরব। রেডিও ফুর্তিতে আরজে হিসেবে কাজ করছে বেশ কয়েকজন। এরাও বর্তমানে পড়াশোনা করছে। সকালের শো হ্যালো ঢাকা উপস্থাপনা করছে অপু।

দুপুরের শোর আরজে নুসরাত। ঢাকা কলিংয়ের আরজে লুবাইনা ও সাকিব। রাতের শোর আরজে হিসেবে আছে লরা। এছাড়া রেডিও টুডেতে আউটডোর ব্রডকাস্টার হিসেবে কাজ করছে বেশ কয়েকজন। এদেরকে সংক্ষেপে অভি নামে ডাকা হচ্ছে।

এ অভিরা শোর ফাকে ফাকে ট্রাফিক আপডেট ঢাকার চাকা লাইভ ইভেন্ট এবং বাজার দর জানাচ্ছে। আরজে সম্পর্কে বলতে গিয়ে রেডিও টুডের আরজে কিবরিয়া বলেন, আরজেরা উপস্থাপনার মাধ্যমে রেডিও স্টেশনটিকে ফোকাস করে। তাই তাদের ভূমিকা অনেক গুরম্নত্বপূর্ণ। রেডিও ফুর্তির আরজে নুসরাত জানায়, রেডিও চ্যানেলে আপনাকে গলা দিয়েই বোঝাতে হবে আপনি আনন্দ না দুঃখ প্রকাশ করছেন। আরজের ক্ষেত্রে গলাই সর্বস্ব।

এ ক্সেত্রে উপস্থাপনা রীতিটি খুবই গুরুত্বপূর্ণ। একজন আরজেকে অবশ্যই ক্যাজুয়াল হতে হবে। আরজেদের রেডিও চ্যানেলে লাইভ প্রোগ্রাম করতে হয়। সে ক্ষেত্রে তাদের কি রকম প্রস্তুতি থাকে এ ব্যাপারে রেডিও ফুর্তির নুসরাত বললো, প্রথম প্রথম অনেক ভয় পেতাম। এখন উপস্থাপনা করতে করতে ভয় কমে গেছে।

তবে এখনো শোর শুরুতে দোয়া-দরুদ পড়ে স্টুডিওতে ঢুকি। লাইভ অনুষ্ঠানে ভুল হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে কিভাবে সেটা কাটিয়ে ওঠা হয় এ ব্যাপারে কিবরিয়া বললো, একদম ভুলহীন অনুষ্ঠান করা খুবই কঠিন। অনিচ্ছাকৃত কিছু ভুল হয়েই যায়। তবে আমরা আরজেরা চেষ্টা করি ভুল কাটিয়ে শ্রোতাদের আনন্দ দিতে।

রেডিও টুডের আরজে নুদরাত টুডেজ আড্ডা অনুষ্ঠানটি উপস্থাপনা করে। অনুষ্ঠানের মুডকে ফুটিয়ে তুলতে হয় আরজেদের। অন্যদিকে আরজে সাইফি বললো, এফএম রেডিওর ক্ষেত্রে অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের আনন্দ দিতে ভূমিকা রাখে আরজেরা। এখন অনেকেই আরজে হতে আগ্রহী। এ ক্ষেত্রে নতুন কি কি গুণ থাকতে হবে এবং কিভাবে তারা এ পথে আসতে পারে এ প্রশ্নের উত্তরে কিবরিয়া বললো, জনপ্রিয়তার কারণে রেডিও জকিকে প্রফেশন হিসেবে নেয়া যেতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অবশ্যই প্রত্যেকের নিজস্বতা থাকতে হবে। অন্যকে প্রভাবিত করার ক্ষমতা রাখতে হবে। নুদরাত জানায়, গুড সেন্স এবং উপস্থিত বুদ্ধি থাকা জরুরি। এছাড়া উচ্চারণ ভালো হতে হবে। আরজে সাইফির পরামর্শ হলো, আরজে হতে হলে অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে।

রেডিও ফুর্তির নুসরাত জানায়, যেহেতু বর্তমান এফএম চ্যানেলগুলো গাননির্ভর, তাই এসব চ্যানেলের আরজে হতে চাইলে অবশ্যই গানের গুড সেন্স থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।