আমাদের কথা খুঁজে নিন

   

এফএম রেডিও : পর্ব 2

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

প্রচারিত হচ্ছে যে ধরনের অনুষ্ঠান রেডিও টুডে এবং রেডিও ফুর্তি মূলত মিউজিকনির্ভর রেডিও চ্যানেল। তবে মিউজিকের পাশাপাশি আরো নানা ধরনের বিষয়বস্তু স্থান পাচ্ছে অনুষ্ঠানে। রেডিও টুডে নজর দিয়েছে ইনফোটেইনমেন্টের দিকে। রেডিও ফুর্তির মনোযোগ শ্রোতাদের এন্টারটেইনমেন্টের দিকে। দুটি চ্যানেলের মূল অনুষ্ঠান মিউজিক হলেও এদের স্টাইলে বেশ পার্থক্য রয়েছে।

রেডিও টুডেতে প্রতিদিন ভোর 5টা থেকে 6টা পর্যন্ত প্রচার হয় ধমর্ীয় অনুষ্ঠান সুবেহ সাদিক। এ অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীতগুলো বাজানো হয়। তারপর সকাল 6টা থেকে 7টা পর্যন্ত ভোরের উপযোগী গানের অনুষ্ঠান 'ভোর হলো'। সকাল 7টা 15 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত ব্রেকফাস্ট সো গুডমর্নিং ঢাকা। রবিবার থেকে বুধবার পর্যন্ত দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত 'টুডেজ আড্ডা' প্রচারিত হয়।

তবে শনিবার একই সময়ে প্রচারিত হয় 'ফাটাফাটি আড্ডা। ' শুক্রবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত প্রচারিত হয় 'ব্যাক টু ব্যাক', বেলা 1টা থেকে 2টা পর্যন্ত ইসলামী গান এবং বেলা 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা মুভির গানের অনুষ্ঠান রূপালী গান। শনিবার থেকে বুধবার পর্যন্ত বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রচারিত হচ্ছে ড্রাইভ শো 'ইউটার্ন'। রাত 8টা থেকে 12টা পর্যন্ত 'তবে তাই হোক'। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত রাতভর গান।

ভোর 4টা থেকে 5টা পর্যন্ত যন্ত্রসঙ্গীত 'ব্যাক টু ব্যাক'। বৃহস্পতিবার রাত 8টা থেকে 12টা পর্যন্তপ্রচারিত হয় ফোন ইন প্রোগ্রাম 'হ্যাপি আওয়ার্স'। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত পুরনো দিনের গানের অনুষ্ঠান 'সোনালি গান' প্রচারিত হয়। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলে দেশ-বিদেশের জনপ্রিয় গানের অনুষ্ঠান 'টুডেজ ওয়ার্ল্ড মিউজিক'। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্তপ্রচারিত হয় ডেডিকেটেড শো 'হার্ট টু হার্ট'।

রেডিও টুডেতে বর্তমানে তিনবার খবর প্রচারিত হচ্ছে। প্রথমবার দুপুর 1টা 45 মিনিটে, দ্বিতীয়বার সন্ধ্যা 6টা 45 এবং শেষবার রাত 9টা 45। এছাড়াও রেডিও টুডেতে আরো নানা ধরনের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্তপ্রতি আধ ঘণ্টা পর পর জানিয়ে দেয়া হয় ঢাকার ট্রাফিক জ্যাম বিষয়ক তথ্য 'ঢাকার চাকা'। এছাড়া রয়েছে আবহাওয়া বিষয়ক আপডেট 'রোদ বৃষ্টি'।

রেডিও টুডের আউটডোর ব্রডকাস্টাররা বাজার ঘুরে জানিয়ে দেয় বাজার দর। কোথাও কোনো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তা লাইভ জানিয়ে দেয়ার ব্যবস্থা রেখেছে রেডিও টুডে। রেডিও ফুর্তির অনুষ্ঠানগুলোর মধ্যে বেশ কয়েকটি ভাগ রয়েছে। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সকালের শো 'হ্যালো ঢাকা'। এ শো চলাকালীন রেডিও ফুর্তিতে সকাল বেলার মুডের ওপর ভিত্তি করে গান বাজানো হয়।

বেলা 11টা থেকে বেলা 2টা পর্যন্ত দুপুরের শো। এ শোটি সাধারণত ঘরে থাকা মহিলাদের টার্গেট করে তৈরি। ফ্যাশন বিষয়ক নানা তথ্য দেয়া হয় এতে। তারপর বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে 'ঢাকা কলিং'। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আরো একটি শো চলে।

রাত 10টা থেকে চলে 'ব্র্যাক টু ব্যাক' মিউজিক। ঢাকা কলিং অনুষ্ঠানটি ইয়ং লিসেনারদের লক্ষ্য করে তৈরি। রেডিও ফুর্তিতে 98.4 এফএম এসব শো চলাকালীন গানের ফাকে ফাকে আরজেরা বিভিন্ন তথ্য দিয়ে থাকে। নিয়মিত কনটেস্টের আয়োজন করা রেডিও ফুর্তির আরো একটি বৈশিষ্ট্য। সামনে লাইভ এবং ইন্টার অ্যাকশনমূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করা হবে জানিয়েছে রেডিও ফুর্তি কতর্ৃপক্ষ।

রেডিও টুডে 89.6 এফএম এবং রেডিও ফুর্তি 98.4 এফএম শ্রোতাদের বিভিন্ন ধারার অনেক অনুষ্ঠান উপহার দিয়েছে। মোট কথা বাংলাদেশের রেডিও অনুষ্ঠানের চিরাচরিত ধারাকে ভাঙতে পেরেছে। তবে এগিয়ে যাওয়া ধরে রাখতে হলে শ্রোতাদের নতুন চাহিদাগুলোর দিকে লক্ষ্য রেখে আরো অনুষ্ঠান নির্মাণ করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।