আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থপর আমি!

লিখতে তো দেখি ভালোই লাগে....... মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে আমি পৃথিবীতে এলেম কেমন করে? কতটা কষ্টের ফসল আমার এই জীবন? কতটা ত্যাগের বিনিময়ে আমি আজ এই আমি? হঠাৎ এর এই ভাবনা, হঠাৎই হারিয়ে যায় হঠাৎ এর কাজের ভিড়ে আবার ব্যস্ত আমি জীবনের ডাকে, নাকি জীবনের নেশায়? চলতে ফিরতে, পথের মাঝে হঠাৎই কভু মনে পড়ে আবার সেই মুখ ক্ষণিকের কুশলাদি বিনিময়, কিছুটা সুখ-দুখের আদান-প্রদান তারপর আবার সম্মুখের পানে পথা চলা যে চলার নাই কোন শেষ যে পথ থেকে কভু যায় নাতো ফিরা। এতোটাই কর্মব্যস্ত আমার এই জীবন দায়িত্বের বিশাল সব বোঝা কাঁধে ঝুলিয়ে ছুটে চলেছি প্রতিনিয়ত, কোথায় পায় এটুকু সময়? পিছন ফিরে তাকাবার? কার কাঁধে ভর করে আজ আমি এতো দায়িত্ববান? কার পেটে লাথি মেরে আজ এতোটাই শক্তিশালী আমার দুই পা? কার বুকে মাথা রেখে আজ এতোটাই তেজস্বী আমার মগজ? সে মগজের টিস্যু বেঁচে আজ আমার মুখে ভাত উঠে তাই ভুলে গেছি সেই দুটি হাত যে হাতের ছোঁয়ায় মাখা ভাত ছাড়া আমার পেটের শুন্যতা একদা অপূর্ণই রয়ে যেত। মাগো কখনই বুঝিনি তোমার কষ্টখানি শুধুই নিয়েছি তোমার থেকে স্বার্থপরের মতো তিলে তিলে তোমায় শোষণ করে ভরিয়েছি এই জীবন সুখ আর ঐশ্বর্য্যে তোমার দয়ায় আমার এই জীবনখানি, তোমার পায়ে সম্পূর্ণ লুটিয়ে দিলেও জানি কভু শোধ হবে না তোমার ঋণ। এতোটা ঋণের বোঝা তুমি দিয়েছ আমার কাঁধে অথচ কখনই চাওনি তার প্রতিদান আজও শুধু যাচ্ছ দিয়েই হেসে হেসে প্রতি পদে পদে প্রতিচ্ছায়ার মতো আমাকে উৎসাহিত করে নিজের ব্যথিত হৃদয়ে শুধুই লুকোচুরির খেলা মুখে তোমার সেই বানী- "বাছা, তুই অনেক বড় হ!"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.