আমাদের কথা খুঁজে নিন

   

“স্বার্থপর এক”

আমিতো স্বার্থপর এক, ভালোবাসায়। পারিনা উদার হতে, তোরই বেলায়। আমি চাই তুইযে হবি, কেবল আমার। আমি চাই ধারবিনা ধার, কারো কথার। তোর প্রতি রাত্রি হবে, আমায় ভাবার।

তোর সব সুখের হাসি, আমায় পাবার। তোর যত স্বপ্ন হবে, আমায় ঘিরে। তোর মোর মাঝের কিছু, থাকবে নারে। তোর প্রতি সকাল হবে, আমার আলোয়। আমাদের দিন কেটে যাক, অনেক ভালোয়।

তোর প্রতিটা দুপুর বেলা, আমায় ভেবে। মোর হাতে হাত রেখে রোজ, সূর্য নিভে। সন্ধায় ঘুরতে যাওয়া, সেটাও আমি। তোর কাছে আমিই হবো, সবচে দামি। তোর ওই মধ্য রাতের, গল্প গুলো।

আমাকেই বলতে হবে, বাসিস ভালো। তোর সব রাত্রি জাগা, আমিই সাথে। ঘুমাবি আমায় দেখে, প্রত্তি রাতে। তোর প্রতি ইঞ্ছি আমার, আর কারো না। আমার এই ভালোবাসায়, ভাগ হবেনা।

বিনিময় একই ভাবে, আমিও তোর। চিরকাল থাকবো সাথে একই ভাবে, প্রতিজ্ঞা মোর। এটাতো শর্ত আমার, নয়রে দাবী। মেনে তুই আসলে কেবল, আমার হবি। নইলে দূরেই থাকিস, আমার থেকে।

ভেবে নিস খারাপ ছেলে, স্বার্থ দেখে। আমিতো স্বার্থপর এক, ভালোবেসে। চাইলে চাই পুরোটা, হিসেব কষে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.