আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থপর এ আমি .....................

আমার আমি......

একদিন হাটছিলাম আমি একা, জানা ছিল না গন্তব্য তবুও হাটছিলাম, হয়ত কারনে বা অকারনে । হাটছিলাম আমি সবুজ বনের মাঝে, শুনছিলাম আমি পাখিদের কলতান । কোন এক পাখির মিষ্টি সুরে মুগ্ধ হয়ে যেই বলে ফেলেছি "আহা কত সুন্দর ", তখনই সে থামিয়ে দিল তার গান । আমি হতভম্ব, এটা কি হল ? হঠাৎ শুনলাম আমার মত করে কে যেন বলছে " আমি স্বার্থপর প্রাণী'র জন্য গান গাই না "। আমি হতবাক এবং রাগান্বিত হলাম, আর বললাম কুৎসিত গান ।

তখন পাখিটি উড়ে চলে গেল । আমি হাফ ছেড়ে বাঁচলাম । আবার মনের আনন্দে হাটতে শুরু করলাম, বন ছাড়িয়ে মাঠ পেরিয়ে আমি নির্জন পথ অতিক্রম করছিলাম । তখন কিছুটা ক্লান্ত পরিশ্রান্ত আমাকে কোথা থেকে যেন এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল, আমি শান্তিতে যখন প্রায় লাফিয়ে উঠছিলাম তখন বৃষ্টি কেন জানি থেমে গেল । সে আমার মত স্বার্থপরের জন্য নয়, জানিয়ে দিল সাথে সাথে ।

আমার রোখ চেপে গেল বললাম " লাগবেনা তোমাদের আমার এ পথ চলাতে, আমি একলাই পারব আমার পথ শেষ করতে" । বিদ্ধস্ত বিপর্যস্ত এ আমি হাটছিলাম স্বার্থপর এ আমি, পথে সাহায্য নেয়নি কারও কাছ থেকে, পাছে শুনতে হয় আমি একজন স্বার্থপর । শেষ বিকেলে আর পেরে উঠছিলাম না, তৃষ্ণায় বুক ভেঙ্গে যাচ্ছিল । তাই ভয়ে ভয়ে কাছের ঝর্ণার কাছে গিয়েছিলাম এক ফোঁটা পানির জন্য, সেও আমাকে জানিয়ে দিল আমার জন্য তার কাছে পানি নেই । তবে এবার আমি রেগে গেলাম না কেমন যেন অনুনয় ঝরল কন্ঠে, আমি কি দোষ করেছি যে তোমারা এরকম করছ বললাম স্বার্থপর এ আমি ।

ঝর্ণা যেন হেসে উঠল আমার কথা শুনে, সে বলল " আসলেই, তুমিই বল তোমরা মানুষেরা আমাদের জন্য কি করেছ ? নিয়ে যাচ্ছ প্রতিদিন তোমাদের যা দরকার আর প্রতিদানে দিচ্ছ ধিক্কার । তোমরা নিঃশ্বেষ করে দিচ্ছ প্রতিদিন আমাদের, বিনিময়ে আমরা কিছুই চাইনি, শুধু বাঁচতে চেয়েছি তাও তো দিচ্ছনা তোমরা " । আমি মিনমিন করে বললাম তোমরা তো আমাদের জন্য সৃষ্টি হয়েছ । ঝর্ণা আগের থেকে যেন উচ্চকন্ঠে হেসে উঠল আর বলল " তোমরা নিজেদের মত করে বানিয়ে নিয়েছ তোমাদের অভিধান, আমরা বলতে পারিনা তবে প্রতিবাদ করতে পারি তাইত মাঝে মাঝে ভাসিয়ে নিয়ে যাই তোমাদের, তখন তোমরা অসহায়ের মত তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পার না । তোমরা বড়ই স্বার্থপর আর নিষ্ঠুর, তোমাদের যেমন আমাদের প্রতি কোন ভালবাসা নেই তেমনি আমারও তোমার প্রতি কোন অনুকম্পা নেই ।

আমি তোমাকে আমার একফোঁটা পানিও দিতে পারব না । " সুতীব্র তৃষ্ণা নিয়ে ঘুম ভাঙ্গল আমার, কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস হাতে নিলাম আমি । কেমন যেন কাঁপতে দেখলাম পানিকে, মনে হল প্রতিবাদ জানাচ্ছে সে আমার তৃষ্ণার নিবারন হতে চায় না । হ্যা, আমি শেষ করেছিলাম পানিটুকু এক নিঃশ্বাসে । তারপর তৃপ্তি নিয়ে ঘুমাতে গিয়েছিলাম ।

আসলেই কি আমার তৃপ্তির ঘুম হয়েছিল ? জানি না, হয়তোবা হয়েছিল হয়তোবা না কারন আমি যে স্বার্থপর এক আমি, আমি শত অন্যায় করে ও তাকে ন্যায় মনে করে ঘুমাতে পারি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.