আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনালে উঠলো সেন্ট যোসেফ স্কুল ও মোহম্মদপুর গভঃ হাইস্কুল

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

প্রাণ ম্যাংগো জুসপ্যাক স্কুল চ্যাম্পিয়নস ট্রফি ২০১০ এর সেমি ফাইনালে আজ বনানী চেয়ারম্যানবাড়ী মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটায় অনুষ্ঠেয় প্রথম ম্যাচে সেন্ট যোসেফ স্কুল সানবীমস স্কুলকে মোকাবেলা করে এবং বিকেল চারটায় অনুষ্ঠেয় অপর টানটান ম্যাচে মোহম্মদপুর গভঃ হাইস্কুল ও আগা খান ইন্টারন্যাশনাল স্কুল পরস্পরের প্রতিদ্বন্দিতা করে। প্রথম ম্যাচে সেন্ট যোসেফ স্কুল ৫-৪ গোলে ট্রাইব্রেকারে সানবীমস স্কুলকে পরাজিত করে। অপর ম্যাচে মোহম্মদপুর গভঃ হাইস্কুল ১-০ গোলে আগা খান ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। জয়ীদলের পক্ষে গোল করেন নাজমুল। আগামী ২৩ অক্টোবর শনিবার বিকেল চারটায় একই ভেন্যুতে এই সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট যোসেফ স্কুল ও মোহম্মদপুর গভঃ হাইস্কুল এর মধ্যে । প্রাণ ম্যাংগো জুসপ্যাক স্কুল চ্যাম্পিয়নস ট্রফি ২০১০ গত ৯ অক্টেবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। এই খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার ১৬টি সরকারী ও বেসরকারী স্কুলের মধ্যে। টানটান উত্তেজনায় ভরপুর এই ট্যুন্যামেন্টের সকল খেলাগুলিতেই মাঠ ভতি কিশোর-কিশোরীদের উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।