আমাদের কথা খুঁজে নিন

   

থামুন, আপনার পরিচয় দিন !!!

আমি কাজ খুব ভালোবাসি। কাজ আমাকে আকৃষ্ট করে। আর তাইতো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কাজের দিকে শুধু তাকিয়েই থাকি।

থামুন, আপনার পরিচয় দিন। আপনি কোন রাজনৈতিক মতবাদ এর অনুসারী ? অথবা আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন ? এই একটি সহজ প্রশ্নের উত্তর কেউ সহজ ভাবে দিতে পারে না বা দিতে চায় না।

বর্তমানে মুটামুটি ভাবে আমরা সবাই Facebook ব্যবহার করি কিন্তু একটা জিনিস লক্ষ করে খুব অবাক হই, অধিকাংশের Facebook profile এর political এর জায়গায় লিখা থাকে Liberal, No party অথবা Nothing । অনেকে আবার এক ধাপ এগিয়ে লিখে Hate Politics, F**k Politics অথবা আরও খারাপ কিছু । আমি খুব অল্প সংখ্যাক মানুষকেই দেখেছি যারা Facebook profile এর political এর জায়গায় কোন রাজনৈতিক দলের নাম লিখেছে । আমি জানি আমাদের দেশের রাজনীতি কতটা কুলষীত। এটাও জানি বর্তমানে দেশের দূরবস্থার জন্য রাজনৈতিক দল এবং নেতারাই দায়ী।

কিন্তু তাই বলে সবাই যদি রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নেই তবে দেশ ভাল রাজনৈতিক নেতা কোথায় পাবে আর ভাল রাজনৈতিক দলই বা কোথায় পাবে । তাই আসুন না আমরা রাজনীতিকে ভালবাসি, রাজনীতিকে হ্যা বলি, দেশের দূরবস্থা দূর করতে একটু চেষ্টা করি । আর শেষে একটি কথাই বলতে চাই একদিন মহাথীর মোহাম্মদ যদি রাজনীতিকে না বলতেন তাহলে আজকের উন্নত মালয়শিয়াকে হয়তো আমরা কখনোই দেখতে পেতাম না । (নতুন ব্লগার হিসাবে ভুল ত্রুটি গুলো নিজ গুনে ক্ষমা করবেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.