আমাদের কথা খুঁজে নিন

   

গরমের নাই শরম!রাগ লাগে তাই চরম!

অনেক কিছুই বলতে চাই। । বলা হয় উঠে না!ছন্দ হারিয়ে আমাদের নিরানন্দ জীবন। তবুও কিছু লিখতে চাই!

ও ভাইয়েরা কি শুরু হইল কন তো দেখি?অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে, শীত বাবাজির আসার তো কোনো নাম নাই। এপ্রিল মাসের কড়া রোদ এখনো!তার সাথে আছে লোডশেডিং এর যন্ত্রণা।

মাঝে মাঝে মনে হয় ফ্রিজে ঢুইকা বইসা থাকি। অন্যদিকে দিনতো ঠিকই ছোট হইতেসে!তাইলে এত গরম আসে কই থিকা? গরমকালের এই মহাবিস্তৃতি বিষয়ে বিশেষজ্ঞদের কি মত আমার জানা নাইক্কা। কিন্তু আমার অল্পবিদ্যা দ্বারা যা বুজতেসি,এইবারের শীত যদি অল্প সময় থাকে,তাইলে আগামী ১৫-২০ বছর পর শীত বইলা কিসসু খুইজা পাওয়া যাইব না। শরত,হেমন্ত তো আগেই গেছে। এইবার শীতও বিদায়।

২ ঋতুর দেশ হইয়া যাইব আমাদের বাংলা! গ্রীষ্ম আর বর্ষা! এতকিছুর দিকে কি আর আমাগো খেয়াল আছে?বিল্ডার্স ভাইজানেরা বলে রাঙ্গামাটিতেও ঘাটি গাড়ার অনুমতি চাইসে!আরে ভাই ঢাকাসহ অন্যান্য টাউনগুলারে মরুভূমি বানায়া শখ মিটে নাই? ব্যাপার না। ২ ঋতুতেও আমাগো কাজ চলবো। কিন্তু তাও নিজের পকেট হাল্কা করা যাইব না। রেশারেশি বন্ধ করুম না। জয় বাংলাদেশ,জয় বাঙালি, বাংলাদেশ মরুভূমি হোক! (বি.।

দ্র ঃকোন রাজনৈতিক উদ্দেশ্য নাই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।