আমাদের কথা খুঁজে নিন

   

গরমের ছুটি

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

বিদেশীদের কাছে 36 ডিগ্রী তাপমাত্রা কেরকম? জানেন কি? অনেকেই জানেন । অথার্ত বিশেষ করে শীতের দেশে । গরমের সময় এরকম গরম হয় যেরকম শীতের সময় যেরকম শীত হয় । ( অথার্ত শীতের সময় যেরকম শীতের দাপট থাকে তেমনি গরমেরও সময়েও গরমের দাপট তত বেশি থাকে) এবার এই ছুটিতে এক অস্ট্রিয়ান আসল গ্রাৎস Graz(আসলে আমি এর উচ্চারণ করলেও বাংলাতে লেখতে পারি না, যারা জামর্ান পারেন তারা দয়া করে বুঝে নেবেন )থেকে । উদ্দেশ্য পানির মত সরল ।

[গাঢ়]যদিও পানি সরল নয়[/গাঢ়] । তারা আরেক বিভাগ থেকে এসেছে । ভিয়েনা দেখার বড়ই সখ । নানা, তাদের নয় , বরং তাদের নাতি পুতিদের সখ তুলনায় বেশি । ভিয়েনায় একটি বড়সড় পার্ক আছে।

যাকে প্রাতার PRATER(জামর্ান ভাষায়) নামে অনেকেই চিনে , মানে যদি এটি উচ্চারণ করা হয় তাহলেই ধরা হয় , ঐ পার্ককে । যদিও এর আকার আমার কাছে বড়ই লাগে । তবে তার সাথে ডিজনী ওয়ার্ন্ড এর তুলনা করলে ভুল হবে । সেরকম আহামরি না হলেও আমাদের দেশেরও সাথে তুলনায় অনেকটা উন্নত । আমাদের দেশেও নন্দন আর কিংডম নাকি ডিংডম আর সিলেটের ড্রিম ল্যান্ড আছে ।

বাদ দেই, [গাঢ়]পোলাউর গল্প করতে গিয়ে ভাতকে কেন ডেকে আনছি [/গাঢ়] মূল কথা য় আসি, সেই অস্ট্রিয়ান পরিবারের সাথে দেখা হল পথেই, আর তাকে শুধু কেনই যে প্রাতার এ নিয়ে গেলাম । অথার্ত তাদের কথা বলতে বলতে কেন জানি প্রাতার এ চলে আসলাম । যা হোক... প্রথমেই কুশল বিনিময়ের পালা শেষ করে বললাম, উদ্দেশ্যই কি ? পরক্ষণেই ঘটঘটিয়ে উত্তর । আমি বললাম , এবারকার আবাহাওয়া কেমন? উত্তর এল মারাত্নক । এরা জিজ্ঞাসা করল , বাংলাদেশে 36 ডিগ্রী কেমন? আমি বললাম, মোটামোটি 33- কি 32 ডিগ্রী সবের্াচ্চ ।

তা শুনে তাদের অবস্থা -- প্রথমে না বঝলেও এখন বুঝি ,ওদের এমন অবস্থার দরুন । এই অবস্থায় ওদের কাপড়ে সাদা রঙের ছড়াছড়ি , এমনই অবস্থা গরমে পারলে .... ছবিটি দানিউব নদীর একাংশের, গরমের ভিয়েনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।